Wednesday 6 August 2014

(৩১) আমার অস্থি থেকে তুমি এসেছ

আমার অস্থি থেকে তুমি এসেছ, প্রিয়তমা 
মহিষী আমার; তোমার মাথায় পরিয়েছি দখিনা বনের পাতা, 
লোতার ঘাস-মুকুট। মাটির বোনা দোপাটি ফুল, 
সুগন্ধী সবুজ সম্মান, তোমার প্রাপ্য বলেই।

তোমাকে যে ভালবাসে, সে পুরুষের মত, তুমিও 
আপরিসর বনভূমির সন্তান। যে মাটি এনেছি আমরা দুজন, 
তার ঘ্রাণ রক্তে আমাদের । আমরা দুটি দেহাতি মানুষ
নগরে বিভ্রান্ত পথ হাঁটি, পৌঁছনোর আগেই বন্ধ না হয় যেন হাট।

তোমার ছায়ায় খুঁজে পাই লালচে বরই-এর তাতানো সুবাস,
তোমার দৃষ্টি প্রোথিত সেই আদিগন্ত দখিনা মাটিতে,
তোমার স্নেহজ হৃদয় যেন মাটির পারাবত।

শরীর তোমার নদীর জলে ডুবে থাকা পাথরের মত স্নিগ্ধ, নিটোল; 
চুমুতে তোমার টুসটুসে ফল, শিশির-ভেজা সজীবতা, 
তোমার সঙ্গে থাকা যেন মাটির সাথেই নিবিড় সহবাস।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৮/০৬

------XXXI, `100 Love Sonnets', by Pablo Neruda

No comments:

Post a Comment