সমুদ্রের নোনা ঢেউয়ে ঝলকায় মুহূর্ত,
হলদে আকরিকের তীব্রতায়, মধুর জৌলুসে,
ঝঞ্ঝার বিক্ষোভ যার পাথুরে বরফি কেলাসকে 
ভাঙতে পারেনি এতটুকু 
সূর্যালোক, আগুনের শব্দে বেজে ওঠে চড়চড়,
গুনগুন করে মৌমাছির মত, 
ব্যস্ত রাখে নিপুণ আঙুল, সবুজ পাতায় ঢেকে নেয় মুখ, 
গাছের তামাম উচ্চতায় শিস দেয় ঝিলমিলে, ফিসফিসে রূপকথা। 
আগুনের ক্ষুধা আর আঁচ নিয়ে, সামান্য পাতায়, 
তৈরী হয় গ্রীষ্মের সতেজ বৈভব, নন্দনকানন, 
কারণ মাটি, কষ্টঝরা দুঃখকে মেনে নেয়না কখনও,
সবার জন্য চায় উজ্জ্বল বাতাস, টাটকা আগুন, সুস্বাদু জল আর রুটি,
চায়, সূর্য আর রাত, চাঁদ আর ডালের বিস্তার ছাড়া 
কোনো কিছুতেই বিভক্ত না হোক পৃথিবীর তাবৎ মানুষ। 
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৮/০১
XLII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
 
No comments:
Post a Comment