চুরচুর ভেঙে পড়া কাচ, বিষাক্ত কণ্টক আর বেদনা
আমাদের মধুময় মুহূর্তকে আক্রমণ করে।
ঘুমের ফুরফুরে শান্তি মেলেনা কোথাও --
রাস্তায় অথবা উঁচু গম্বুজে, মেলেনা সুখ, দেয়াল তুলে দিয়ে।
চামচ ভরা বিষাদ ছলকে ওঠে অতর্কিতে
রেহাই পায়না কেউ, সেই ফোঁটা ফোঁটা তীব্রতা থেকে,
তবু শোক ছাড়া, জন্ম-রহস্য, নিরাপদ ঘর, অথবা
ছাদের মাচান -- কিছু কি সৃষ্টি হয়?
নিবিড় ভালবাসায় চোখ বুজেও তো এড়ানো যায়না দুঃখকে,
ছিন্নভিন্ন দেহের নিরাময় নেই তুলতুলে বাসর শয্যায়,
বেদনা তার বিজয়ী নিশান নিয়ে পায়ে পায়ে এগিয়ে আসে ঠিক।
জীবনের আঠালো নির্যাস ছুটে আসে
শরীরপ্লাবী নদীর মত, খুলে দেয় রক্তাক্ত নালা, সুড়ঙ্গপথ,
আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিষণ্ণতার এক তামাম পরিবার।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৮
Thorns, shattered glass, sickness, crying: all day
they attack the honied contentment. And neither the tower,
nor the walls, nor secret passageways are of much help.
Trouble seeps through, into the sleepers' peace.
Sorrow rises and falls, comes near with its deep spoons,
and no one can live without this endless motion;
without it there would be no birth, no roof, no fence.
It happens: we have to account for it.
Eyes squeezed shut in love don't help,
nor soft beds far from the pestilent sick,
from the conquerer who advances, pace by pace, with his flag.
For life throbs like a bile, like a river: it opens
a bloody tunnel where eyes stare through at us,
the eyes of a huge and sorrowful family
LV, `100 Sonnets of Love', ---- Pablo Neruda
No comments:
Post a Comment