Saturday 2 August 2014

(২৪) দয়িতা, দেখো আকাশে মেঘের মিনার

দয়িতা, দেখো আকাশে মেঘের মিনার, 
যেন উদ্দাম উল্লাসে ধোপানী কাচে সফেদ কাপড়
নীলচে আভায়, সব কিছু তারা হয়ে জ্বলে,
সমুদ্র, জাহাজ, সব যেন এক নীলাভ দ্বীপান্তর। 

সূর্যাস্তের চেরী আর স্বপ্নালু তারার ভীড়ে 
এই তো বিশ্বের রক্তিম গোল চাবি,
ঝটপট এর চকিত নীল আঁচ স্পর্শ করি, এসো,
নিমিখে ঝরবে এর পাপড়ি তাবৎ।

থোকা থোকা আঙুরের মত, এত আলো, 
বাতাসের অফুরান শূন্যতা, এত অবকাশ,
দারুণ ঝাপটায় বেরিয়ে পড়া ফেনার গহন রহস্য

এত নীল, কখনো আকাশী, কখনো সাগর-গহীন, 
এর তল খুঁজে হারায় আমাদের চোখ,
বাতাসের উদ্দামতায়, সমুদ্রের অতল রহস্যে

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার

২০১৪/০৮/০২

XXIV, `100 Sonnets of Love', by Pablo Neruda

No comments:

Post a Comment