Friday 29 August 2014

(৯৭) উড়ে যেতে হবে আমাদের

উড়ে যেতে হবে আমাদের, কিন্তু কোথায়?
পাখায় ভর ক'রে অথবা বিমানে নয়, 
তবু যেতে হবে নিশ্চিত। বয়সী পায়ের পাতা 
হয়ত বা নিশানা রেখে গেছে, তবু সচল করেনা তারা এ যুগল পা। 

যেতে হবে প্রতিটি নিমিখ, 
উড্ডীন ঈগল, নীলাভ মাছি, বাতাসী মুহূর্তের মত,
শনির ধুসর বলয়কে জয় করে নিতে,
বাজিয়ে তুলব ব'লে রুপালি ঘন্টাধ্বনি।

কোনো পাদুকা অথবা পথ যথেষ্ট নয়,
পর্যাপ্ত নয় পৃথিবীর চেনা মৃত্তিকা, 
মানুষের শেকড় পেরিয়েছে আঁধারের সহস্র দুয়ার।

তাই তুমি ফিরে ফিরে অন্য কোনো নক্ষত্রের গর্ভে জন্ম নেবে
ক্ষণিক জোনাকির মত, অনিবার,
শেষে ফুরফুরে পপি হয়ে ফোটার শিহরণে।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৮/৩০

These days, one must fly-but where to?
without wings, without an airplane, fly-without a doubt:
the footsteps have passed on, to no avail;
they didn't move the feet of the traveler along.

At every instant, one must fly-like
eagles, like houseflies, like days:
must conquer the rings of Saturn
and build new carillons there.

Shoes and pathways are no longer enough,
the earth is no use anymore to the wanderer:
the roots have already crossed through the night,

and you will appear on another planet,
stubbornly transient,
transformed in the end into poppies

XCVII, `100 Sonnets of Love' -- Pablo Neruda

No comments:

Post a Comment