Tuesday, 5 August 2014

(৫৩) এই তো এইখানে, পড়ে আছে অখণ্ড রুটি

এই তো এইখানে, পড়ে আছে অখণ্ড রুটি, পানীয়, টেবিল, 
বসতবাড়ি, এক পুরুষ, এক নারীর তাবৎ প্রয়োজন, সামগ্রী জীবনের; 
শান্তিময়তা ঘূর্ণির মত ঘুরে এইখানে থিতু হয়ে বসেছে এখন,
সাধারণ কোনো আঁচে তৈরী হয়েছে এ বাতির আলো।

তোমার দুটি উড্ডীন হাতের কর্ম-চঞ্চলতায় 
তৈরী হয় এ সফেদ ময়ান, সৃষ্টি হয় গান, আহার ব্যঞ্জন,
সংরক্ষিত, তামাম গৃহস্থালি। নৃত্য-পাগল তোমার পা 
তুখোড় নর্তকীর মত নেচে চলে ঝাড়ুর সংগেও, অবাক মর্যাদায়।

আমাদের পেছনে উথালপাথাল ঝড়, 
হুমকির রাঙা চোখ, বিরুদ্ধ-ফেনারাশি, 
মৌচাকের জ্বালাময় বিষ, ডুবো পাহাড়, অতলান্তিক।

আমরা বিশ্রাম পেয়েছি এখন, তোমার রক্ত মিশেছে 
আমার ধমনীতে, আমাদের পথ এখন তারাময় নীল রাত, 
ঘরে অনন্ত মমতাময়ী ধারা।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 

২০১৪/০৮/০৫

------------------- LIII, `100 Love Sonnets' by Pablo Neruda

No comments:

Post a Comment