Saturday 22 March 2014

(৪) মনে পড়ে সেই দুরন্ত নদ

মনে পড়ে সেই দুরন্ত নদ
সুগন্ধে কেঁপে ওঠা নরম মাটি,
একটি জল-ঝরা পাখিকে ঢেকে রাখা 
শ্লথতার কাপড়, শীতের পালক

মনে পড়ে সেই মাটির উপহার:
মায়াবী ঝাঁঝালো আঘ্রাণ, সোনালী কাদা,
জট পড়া জংলী আগাছা, আশ্চর্য শেকড়,
ছুরির মতন কাঁটা, জাদুময় 

মনে পড়ে তোমার হাতে পুঞ্জীভূত ফুলের স্তবক,
ছায়াময়, শান্ত, জলজ, 
ফেনা ঢাকা পাথরের মত।

সেই মুহূর্ত, খুবই নির্বিশেষ অথবা দারুণ অভিনব।
কেউ অপেক্ষা করে নেই বলেই আমরা গিয়েছি সেখানে;
অথচ, দেখেছি সব কিছু সেখানেই অপেক্ষায় আছে।

-অনুবাদ : আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৩/২৩

`You will remember that leaping stream' - 4 of `100 Sonnets of Love',  by Pablo Neruda

No comments:

Post a Comment