Wednesday 12 March 2014

(২৯) তুমি অভাব থেকে এসেছ

তুমি অভাব থেকে এসেছ । দক্ষিণের গ্রাম,
এবড়োখেবড়ো,
পাথুরে 
নিসর্গ, ঠাণ্ডা, ভূমিকম্পময়, 
যেখানে মাটির বিগ্রহগুলি হুড়মুড় করে ধসে পড়লেও
আমরা জীবনের কাদা-মাখা পাঠ নিই।


একটি ছোট মাটির ঘোড়া, কালো কাদার আদর তুমি।
ভালবাসা, তুমি আমার এঁটেল পপী ফুল, সাঁঝবেলায়
উড়ে যাওয়া পায়রা। শত দারিদ্র্যেও
মৃত্পাত্রে ধরে রাখা শৈশবের সুখময় রুপালি পয়সা।
ছেলেবেলার অভাবী স্মৃতি তোমার হৃদয়ে
তোমার পায়ে যখন ফুটত কর্কশ পাথর,

তোমার জিভ পেত না রুটি অথবা আনন্দের স্বাদ


সেই দক্ষিণের মানুষ তুমি, যেখান থেকে আমারও সত্তা বেরিয়ে এসেছে।তোমার-আমার মা, এখন উঁচু আকাশে কোথাওরোদ্দুরে কাপড় শুকোতে দিচ্ছেন একসঙ্গে
এইজন্যে তো তোমাকে বেছে নিয়েছি, প্রিয়তমা!
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৩/১২

(`You come from poverty', XXIX from '100 Love Sonnets' - Pablo Neruda)

No comments:

Post a Comment