Wednesday, 12 March 2014

(৮) তোমার চোখে যদি চাঁদের রঙ থাকত না লেগে

তোমার চোখে যদি চাঁদের রং থাকত না লেগে,
কাদা-মাখা দিন, শ্রমের ঝলক, লালচে আগুন,
এই সব আঁচ, আভা না থাকত যদি, যদি এতটা জড়ানো থেকেও
না হতে তুমি বাতাসের মতো ফুরফুরে, শিল্পময়

যদি না হতে হলুদাভ বাদামী পাথর, হরি
 লহমার মতন 
যে লহমায় হেমন্ত আঙুরের লতা বেয়ে ওঠে
না হতে যদি সুগন্ধী চাঁদের আঙুলে ময়ান দেওয়া সেই অখন্ড রুটি
তোমার সাদা সুরভিত গুঁড়ো না ছড়াতে আকাশের গায়

তাহলে হয়ত, প্রিয়তমা, তোমাকে ভালবাসতাম না
ততটা, যতটা বাসা যায় । কিন্তু যে মুহূর্তে তোমাকে ছুঁয়ে থাকি, ধরে থাকি তোমায়,
সে মুহূর্তে যা কিছু আছে, সময়ের করতলে, তাই যেন পাই:

বালুকণা, মুহূর্ত-স্পন্দন, বৃষ্টি-ঝরানো বৃক্ষরাজি,
সব কিছু জীবন্ত, আমিও জীবিত তাই :
এসব অনুভব করি, নিষ্কম্প থেকে, 
তোমার জীবন আমাকে জীবন শেখায়।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৩/১৩

(`If your eyes were not the color of the moon', VIII from '100 Love Sonnets of Pablo Neruda)

2 comments: