Monday, 24 March 2014

(১) মাতিল্দে: একটি লতা অথবা বৃক্ষের নাম

                    (১) 

মাতিল্দে: একটি লতা অথবা বৃক্ষের নাম, বয়সী পাথর কিম্বা সুরভিত মদ 
যা কিছু শুরু হয় মাটির গহন থেকে, যা কিছু থাকে:
এমন একটি শব্দ যেখান থেকে সূর্যের অবাক উন্মীলন 
যার ঝলসানো আঁচে বিচ্ছুরিত হয় লেবুর আভা ।

যে নামের ভেতর দিয়ে পুরোনো জাহাজ ভেসে যায়  
আগুন-নীল ঢেউ যাকে ঘেরে 
যে নামের বর্ণমালা একটি নদীর মতন
আমার হৃদয়ের শুষ্কতায়, প্রপাত ঝরায় ।

আঙুরলতায় জড়ানো যে নাম ঝলমল করে,
গোপন শুঁড়িপথের মত বেবাক খুলে যায় 
পৃথিবীর অসীম সুবাসের দিকে!

তোমার তপ্ত মুখ যদি আমায় গ্রাস করতে চায়, তোমার রাত-জাগা চোখ
যদি খুঁজে নিতে চায়, তবে নিক। তবু তোমার নামের গহনে নাবিকের মত 
ভাসতে দাও আমায়, ওই নামের পালকে আমি ঘুমুতে চাই।

অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৩/২৫ 

(`Matilde: the name of a plant', I from '100 Love Sonnets' by Pablo Neruda)

No comments:

Post a Comment