Monday, 31 March 2014

(৬২) আমি দুঃখবান , আমরা দুঃখময়, প্রিয়তমা

আমি দুঃখবান, আমরা দুঃখময়, প্রিয়তমা,
পরস্পরকে ছাড়া, ভালবাসা ছাড়া কিছুই তো চাইনি
অথচ এত গভীর শোকের পরেও ভাগ্যলিখন
আমাদের ব্যথা দেয়, আবার... আবার ।

তোমার তুমিকে, আমার আমিকে চেয়ে, নিবিড় একটি চুম্বনে
সেই তুমিকে, একটি গোপন রুটির ভেতর সেই আমিকে পেয়ে
আমরা অসম্ভব এক সরল জীবন রচনা করেছিলাম
যতক্ষণ না জানালা দিয়ে ঘৃণার ঝাপটা এসে পড়ে।

যারা এই ভালবাসা দেখে ক্রোধে অন্ধ হয়,
সমস্ত ভালোবাসাকে তারা কী আশ্চর্য ঘৃণা করে
একটি শূন্যময় ঘরে ভাঙাচোরা চেয়ারের মত

পাংশু, অর্থহীন, যতক্ষণ না তারা ভস্মীভূত হয়
যতক্ষণ না তাদের অশুভ গজব

সূর্যাস্তের আলো শুষে নেয় বেবাক।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৩/৩১

(`Woe is me, woe is us, my dearest', LXII from 100 Sonnets of Love, by Pablo Neruda)

No comments:

Post a Comment