Thursday 13 March 2014

(৪৭) তোমাকে ফিরে দেখতে চাই অবারিত ডালে

তোমাকে ফিরে দেখতে চাই অবারিত ডালে
একটু একটু করে হয়ে-ওঠা তোমার ফলের আদল,
তপ্ত শেকড় থেকে কত সহজে উঠে আসো তুমি,
শব্দে
তোমার, অনুভব করি বনানীর গহন নির্যাস। 

তবু এখানে তুমি প্রথম এক মায়াবী
মুকুল
তারপর, এক মুহূর্তের নিথরতায়, জমে-যাওয়া চুম্বন,
যতক্ষণ না সূর্য আর পৃথিবী, রক্ত আর আকাশের আঁচ
তোমার মধ্যে সুখের 
প্রতিশ্রুতি, অমৃতের কলস ভরে দেয়। 

ডালে
কারুকাজে আমি চিনে নেবো তোমার কেশদাম,
পত্রালী আয়নায় ক্রমশ ফুটে ওঠা তোমার রূপরেখা
আমার তৃষ্ণার দিকে এগিয়ে আসা তোমার পাপড়ির
সৌরভ। 

আমার মুখ ভরে উঠবে তোমার আস্বাদে
মাটি থেকে উন্মীল সেই চুম্বন, যে চুম্বনে লেগে আছে তোমার,
আর ভালবাসার সুডৌল ফলের রক্তিম ওম।

~অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৩/১৩

(`I want to look back and see you in the branches' - XLVII from 100 Love Sonnets' -Pablo Neruda)

No comments:

Post a Comment