Wednesday 9 April 2014

(১০) গান, বনভূমির মত ফুরফুরে

গান, বনভূমির মত ফুরফুরে তার সুন্দরতা;
যে ভাবে আলো চলে যায় গন্ধর্বমণি, কাপড়, গম অথবা ফলের ভেতর,
আর একটি ভাস্কর্য তৈরী হয়, লহমায়,
যে ভাবে নারী ঢেউ-এর দিকে তার টাটকা সুবাস মেলে দেয়।

তার তামাটে পায়ের কাছে তুলি বোলায় সমুদ্রের ঢেউ,
ফিরে ফিরে পায়ের ছাপ আঁকে বালির ওপর,
আর তার কমনীয়, গোলাপি আগুন তৈরী করে এক স্বকীয় বুদবুদ 

যাকে ধরে রাখতে পাল্লা দেয় সূর্য, সাগর।

অপরূপ, অফুরান ফেনার প্রতিধ্বনি তুমি। 
তাই, ঠাণ্ডা লবণ ছাড়া কিছুই যেন না ছোঁয় তোমায়,
তোমার অটুট বসন্তে বিঘ্ন না ঘটায় যেন প্রেম।

জলের ভিতর তোমার নিটোল নিতম্ব 
তৈরী করুক এক নতুন আয়তন, যেন শাপলা অথবা রাজহাঁস, 
চিরন্তন স্ফটিকে ভাসমান, কোনো অজর ভাস্কর্যের মত।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১০

`This beauty is soft-as if music and wood' -- 10 of `100 Sonnets of Love', by Pablo Neruda.

No comments:

Post a Comment