ঝিরঝির বৃষ্টির মত বয়স আমাদের আচ্ছন্ন করে।
সময় অন্তহীন, বিষাদময়;
তার লবনের একটি পালক তোমার মুখ ছুঁয়ে যায়,
আমার আস্তিন ভেজায় তার ক্ষারময় ঘাম।
আমার হাত আর কমলার ঘ্রাণ মাখা তোমার হাতে
সময় কোনো তফাত করে না;
তুষার ঝরায়, বাছাই করে তার যা প্রয়োজন,
আমার ব'লে যাকে পাই, সময় খেয়ে নেয় সেই তোমার জীবন।
তোমাকে উজাড় করে দেওয়া আমার দিনরাত
স্ফীত হয় বছরের ভারে, যেন থোকাথোকা ফল,
তারপর, কাদায় ফিরে যায় একদিন সেই সোনালী আঙুর।
আর মাটির গহীনেও যেন বয়ে যায় মুহূর্তধারা
প্রতীক্ষা করে, বৃষ্টি ঝরায় -- ধুলি-সার না-থাকাকে
একদিন সে মুছে দিতে চায়।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/১৯
`Age covers us like drizzle', 91 from '100 Sonnets of Love', by Pablo Neruda.
No comments:
Post a Comment