Tuesday, 8 April 2014

(৩৯) তোমার জাদুময় আঙুল

তোমার জাদুময় আঙুল যতক্ষণ না ফুলের মত 
শান্তির পাখনা ছড়ায়, ততক্ষণ ভুলে থাকি
সেই একই হাত কী ভাবে সেঁচন করে লতার শেকড়,
কী ভাবে গোলাপের মেটায় পিপাসা।

গৃহপালিতর মত তোমার পিছু নেয় তোমার 
আচড়া, ঝারি -- মাটি চাটে, কাদা কামড়ায়,  
উন্মুক্ত করে দেয় মাটির গভীর সুবাস,
দেব্পুষ্পের গনগনে, সতেজ ঝলক।

তোমার আঙুলে মৌমাছির দৃপ্ততা, দরদ মিশুক,
যে আঙুল স্বচ্ছ শাবকের মত ফোঁটা ফোঁটা জল মাটিতে ছড়ায়
যে হাত ফের আবাদ করে আমার হৃদয়।

পাথরের মত এই পোড়-খাওয়া বুক
তোমায় কাছে পেলেই তোমার কণ্ঠের কানায় ভরা
 বনভূমির জল পান কোরে, আশ্চর্য গেয়ে ওঠে

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৪/০৯

`But I forgot that your hands fed the roots', 39 from '100 Sonnets of Love' by Pablo Neruda.

No comments:

Post a Comment