Tuesday, 3 June 2014

(৪৩) তোমারই ইঙ্গিত খুঁজি আমি নারীদের ভীড়ে

তোমারই ইঙ্গিত খুঁজি আমি নারীদের ভীড়ে,
রমণীর আন্দোলিত দুরন্ত প্রবাহে, চুলের খোঁপায়, 
আধবোঁজা পলক, ফেনীল ঢেউয়ে ভেসে যাওয়া 
হালকা পায়ের ভেতর।

হঠাৎ যেন খুঁজে পাই তোমার আয়তাকার নখ,
টুকটুকে চেরির মত, বাঙ্ময়, চকিত আঙুল,
তোমারই মত এলোমেলো মোহনীয় চুল,
সমুদ্রের জলে জ্বলতে থাকা তোমার আদল।

অথচ সেখানে তো নেই তোমার শিল্পিত স্পন্দন, 
তোমার আভা, বনভূমি থেকে আনা তোমার কুচকুচে 
কালো কাদা, নেই সেই মায়াময় কান।

তোমার মধ্যে বেবাক পূর্ণতা পায় সব, 
তুমি এক নির্ভুল অখণ্ডতা। তোমার মিসিসিপির আকাশচুম্বী ঢেউ 
আমায় নিবিড় ভাসায় নারীত্বের বিপুল মোহনায়।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৬/০৪


(43, `100 Sonnets of Love', Pablo Neruda)

1 comment: