Monday 30 June 2014

(৮৫) সমুদ্র থেকে রাজপথে অস্পষ্ট কুয়াশা 

সমুদ্র থেকে রাজপথে অস্পষ্ট কুয়াশা
শীতার্ত বলদের শ্বাসের মত ধোঁয়াময়, 
আর কলকলে জলের দীর্ঘ  জিভ, ঢেকে দেয় মুহূর্ত।
অথচ কথা ছিল, এই মাস আকাশী আয়নায় স্বর্গীয় হবে।   

বৃক্ষের মধুকোষ থেকে শিস দেয় পাতা, 
শহরে ওড়ে হৈমন্তী নিশান,
পাগলীরা নদীকে বিদায় জানায়,
ঘোড়াগুলি হেঁটে যায় পাতাগোনিয়ায় । 

তোমার মুখের ওপর একটি নীরব সন্ধ্যা-লতা 
প্রেমের নির্দেশে ক্রমশ এগিয়ে যায় আকাশের দিকে, 
যেখানে ঘোড়ার খুর চুরচুর করছে আকাশী স্তব্ধতা।

তোমার রাতজাগা আগুন-শরীরের কাছে ঝুঁকে
ভালবাসি, শুধু তোমার স্তন নয়, 
কুয়াশায় ছড়িয়ে জড়িয়ে থাকা হেমন্তের উজ্জ্বল সাগর-নীল রক্তকে।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৬/৩০

LXXXV -`100 Sonnets of Love' by Pablo Neruda

No comments:

Post a Comment