যারা আমায় জখম করতে চায়, তোমায় আহত করে তারা;
আমার কাজের ভেতর দিয়ে সূক্ষ্ম জালের মতো
চুইয়ে যায় তাদের যত বিষ, আর তোমার ওপর
রেখে যায় পরত পরত জং, ঘুমহীনতা।
আমি চাই না, যে ঘৃণা গোপনে আমাকে অনুসরণ করে,
তা তোমার কপালের উন্মীল জ্যোৎস্নাকে ছায়াবৃত করুক, ভালবাসা,
চাই না কোনো ভিন বিদ্বেষ তোমাকে ছুরির মুকুট পরাক,
কাঁটায় জড়াক তোমার ফুরফুরে স্বপ্নগুলি।
যেখানেই যাই আমি, আমার পেছনে থাকে তিক্ততার ছাপ,
যখন নদীর কাছে আসি, তখনো আতঙ্কের ছায়া দেখি স্বচ্ছতোয়া জলে
আমার গান শুনে অভিশাপ দেয় হিংসার দাঁতে দাঁত ঘষা হাসি।
এ আঁধার তো জীবনেরই দান, প্রিয়তমা,
অশরীরী আলখাল্লা তাড়া করে আমাকে নিয়ত
কাকতাড়ুয়ার মতো -- বর্বর, লোলুপ হাসিতে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৯/০৮
Those who wanted to wound me wounded you,
and the dose of secret poison meant for me
like a net passes through my work- but leaves
its smear of rust and sleeplessness on you.
I don't want the hate that sabotaged me, Love,
to shadow your forehead's flowering moon;
I don't want some stupid random rancor
to drop its crown of knives onto your dream.
Bitter footsteps follow me;
a hideous grimace mocks my smile; envy spits
a curse, guffaws, gnashes its teeth where I sing.
And that, Love, is the shadow life has given me:
an empty suit of clothes that chases me,
limping, like a scarecrow with a bloody grin.
---------LX, `100 Sonnets of Love' by Pablo Neruda
No comments:
Post a Comment