Monday 5 May 2014

(৯৯) এমন মূহূর্ত আসবে একদিন

এমন মূহূর্ত আসবে একদিন, যেদিন বৃক্ষের, 
নক্ষত্রের নীরবতা বুঝবে মানুষ, পাবে স্বচ্ছতার 
নিখাদ আওয়াজ। বেহালার রিনরিনে স্বর ভরে উঠবে
অফুরান জ্যোত্স্নার সৌরভে!

হয়ত সেদিন এক অখণ্ড রুটি
ধারণ করবে তোমার সফেদ ময়ান, তোমার কণ্ঠস্বর
আর হেমন্তের নিখোঁজ ঘোড়াগুলি
তোমার ধ্বনিময়তায় কথা ক'বে।

হয়ত তুমি এমনটাই হুবহু চাওনি কখনো,
তবু, ভালবাসা প্রাচীন রাখালী মধুর মত
ছলকে তুলবে মৃত্পাত্র আমার।

হৃদয়ের এই অঢেল গুদাম, ধুলি-সার প্রান্তরে,
তুমি রস ছেনে তুলবে আবার 
টসটসে তরমুজের মত, হারাবে না আর।


-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/০৫

`Other days will come, the silence' - 99, from `100 Sonnets of Love' by Pablo Neruda.

No comments:

Post a Comment