তোমার হাসির রুপালি বিদ্যুৎ
যেন কোনো বৃক্ষকে তড়িৎ-স্পৃষ্ট করে আধাআধি ভাগ করে দেয়,
যেন এক রিনরিনে সূক্ষ্ম তরবারি, আকাশ থেকে নেমে
ভেদ করে বৃক্ষের আমূল হৃদয়।
এ হাসি শুধু জন্মাতে পারে বনভূমি
আর তুষারঝরা পাহাড়ের দারুণ উচ্চতায়,
বাতাসের অনাবিল আনন্দ যেখানে পত্পত্ ওড়ে।
প্রিয়তমা, এ হাসি আরাউকানিয়ার উত্তরাধিকার।
আহা, পার্বত্য দয়িতা আমার, চিলির আগুন-পাহাড়,
তোমার হাসির বিদ্যুৎ ফালি ফালি করুক তাবৎ অন্ধকার,
রাত্রি, সমস্ত সকাল, আচম্বিত মুগ্ধ দুপুর।
তোমার হাসির দামাল উল্লাস এভাবেই জীবনের বৃক্ষ ছুঁয়ে যাক,
আর সবুজ টিয়ের মত অগণিত পাখি,
চমকে উঠুক, ঝাঁপ দিক আকাশে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৫/২১
51, from, '100 Love Sonnets by Pablo Neruda'
No comments:
Post a Comment