তোমার হৃদয় যদি কখনো স্তব্ধ হয়ে যায়
ধমনীতে থমকায় উষ্ণ স্পন্দন
কণ্ঠস্বর বাতাসের মত নিথর হয় যদি
তোমার আঙুল হঠাৎ যদি উড়তে ভুল করে
দয়িতা, তোমার উন্মুক্ত ঠোঁট
যেন আমার আজীবন বেঁচে থাকার চুম্বন নিয়ে
চিরকাল স্থির হয়ে থাকে
সে চুম্বন আমার সঙ্গে থাকবে আমার মৃত্যু অবধি
তোমার আশ্চর্য, শীতল ঠোঁটে চুমু খেয়ে
তোমার দেহের হারিয়ে যাওয়া ফলের স্তবকে সোহাগ জানিয়ে
তোমার নিমীলিত চোখে আলো খুঁজে, হন্যে হব আমি
আর সেভাবেই, পৃথিবীর মাটি মমতায় আলিঙ্গন ক'রে
আমরা মৃত্যুতে বিলীন হয়েও বাঁচব,
একটি অবিনাশী, অফুরান চুম্বনের ভেতর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২০
XCIII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
No comments:
Post a Comment