নগ্নতায় তুমি সরল, তোমারই দুই হাতের মতন,
মাটিময়, মসৃণ, স্বচ্ছ, সুডৌল,
চাঁদের আঁকিবুঁকি রেখা, আপেলের সরু পথ আঁকা।
নগ্নতায় তুমি তন্বী গমের শীষ।
নগ্নতায় তুমি কিউবার নীলাভ শান্ত রাত,
আঙুর-লতা, নক্ষত্র-বিথী জড়ানো চুলে।
নগ্নতায় তুমি সোনালী বিস্তীর্ণ-বিশাল,
গীর্জার মাথায় সূর্যকিরণ যেন।
নগ্নতায়, তুমি তোমারই কোনো নখের মতন,
সূক্ষ্ম, গোলাপী, বাঁক-খাওয়া, আ-সূর্যোদয়,
তারপর, যেন তুমি পাতালের বাশিন্দা কোনো।
যেন লম্বা শুঁড়িপথ জুড়ে পোশাক আর গৃহকন্নায়
ফিকে হয়ে যায় তোমার স্বচ্ছ আলো – ধরাচুড়ো প'রে,
পাতা ঝরিয়ে হয়ে যায় কেবল দুটি নগ্ন হাত।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৬
XXVII from `100 Sonnets of Love' by Pablo Neruda
No comments:
Post a Comment