নগ্নতায় তুমি সরল, তোমারই দুই হাতের মতন,
মাটিময়, মসৃণ, স্বচ্ছ, সুডৌল,
চাঁদের আঁকিবুঁকি রেখা, আপেলের সরু পথ আঁকা।
নগ্নতায় তুমি তন্বী গমের শীষ।
নগ্নতায় তুমি কিউবার নীলাভ শান্ত রাত,
আঙুর-লতা, নক্ষত্র-বিথী জড়ানো চুলে।
নগ্নতায় তুমি সোনালী বিস্তীর্ণ-বিশাল,
গীর্জার মাথায় সূর্যকিরণ যেন।
নগ্নতায়, তুমি তোমারই কোনো নখের মতন,
সূক্ষ্ম, গোলাপী, বাঁক-খাওয়া, আ-সূর্যোদয়,
তারপর, যেন তুমি পাতালের বাশিন্দা কোনো।
যেন লম্বা শুঁড়িপথ জুড়ে পোশাক আর গৃহকন্নায়
ফিকে হয়ে যায় তোমার স্বচ্ছ আলো – ধরাচুড়ো প'রে,
পাতা ঝরিয়ে হয়ে যায় কেবল দুটি নগ্ন হাত।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৬
XXVII from `100 Sonnets of Love' by Pablo Neruda
Monday, 28 July 2014
Friday, 25 July 2014
(২৮) দয়িতা, বীজ থেকে বীজে
দয়িতা, বীজ থেকে বীজে, গ্রহ থেকে গ্রহে,
যেখানেই বাতাস তার জাল ছড়িয়ে দেয় ছায়াঘেরা দেশে,
যুদ্ধ হেঁটে যায় রক্তাক্ত পায়ে,
দিনের মধ্যে বিঁধে থাকে রাতের কাঁটা
দ্বীপপুঞ্জ, সেতু অথবা পতাকা ওড়ানো রাস্তায়, সবখানে,
আমরা শুনি দ্রুতগামী পলাতক হেমন্তের করুণ বেহালা,
দেখি পানপাত্রের কোনায় রিনরিনে সুখের ঝলক,
অথবা থমকাই অশ্রুপাতের বেনো জলে।
উদ্ধত বাতাস নিশান ওড়ায়,
ঝাড়ে জমাট বাধা তুষারীয় চুল,
পরে ফিরবে আবার ফুলের মরশুম নিয়ে।
সেই হেমন্তকে ভস্ম করিনি আমরা,
তার পরও সুস্থির মাটিতে গজিয়েছে, বেড়েছে, ভালবাসার ফুল,
শিশিরের এক বিন্দু জলের মত দৃপ্ত অধিকারে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৫
XXVIII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
যেখানেই বাতাস তার জাল ছড়িয়ে দেয় ছায়াঘেরা দেশে,
যুদ্ধ হেঁটে যায় রক্তাক্ত পায়ে,
দিনের মধ্যে বিঁধে থাকে রাতের কাঁটা
দ্বীপপুঞ্জ, সেতু অথবা পতাকা ওড়ানো রাস্তায়, সবখানে,
আমরা শুনি দ্রুতগামী পলাতক হেমন্তের করুণ বেহালা,
দেখি পানপাত্রের কোনায় রিনরিনে সুখের ঝলক,
অথবা থমকাই অশ্রুপাতের বেনো জলে।
উদ্ধত বাতাস নিশান ওড়ায়,
ঝাড়ে জমাট বাধা তুষারীয় চুল,
পরে ফিরবে আবার ফুলের মরশুম নিয়ে।
সেই হেমন্তকে ভস্ম করিনি আমরা,
তার পরও সুস্থির মাটিতে গজিয়েছে, বেড়েছে, ভালবাসার ফুল,
শিশিরের এক বিন্দু জলের মত দৃপ্ত অধিকারে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৫
XXVIII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
Thursday, 24 July 2014
(২২) ভালোবেসেছি তোমায় বহুবার, দেখার আগেই
ভালোবেসেছি তোমায় বহুবার, দেখার আগেই,
মনে পড়েনি তবু একবারও, চিনিনি তো চাহনি তোমার,
বেভুল কল্পনায় নরাশ্ব কে বা খোঁজে ঝাঁঝাঁ দুপুরের রোদে?
গমের সুগন্ধের মত অধরা প্রেম ছিলে তাই।
অথবা আবছায়া ছিলে যেন জুনের ভরা জোছনায়
সুদূর আঙ্গলে, ধরে ছিলে পানপাত্র ঠোঁটের কোনায়,
নাকি ছিলে সেই তন্বী গীটার, যার কোমর ছুঁয়েছি আমি
ভর সন্ধেবেলা, বেজে উঠেছিল যা বেগবান সমুদ্রের ঝাঁঝে।
ভালোবেসেছি তোমায় নিজের অজ্ঞাতে,
হাতড়ে ফিরেছি স্মরণ তোমার, চুরি করেছি
তোমার প্রতিমা, অথচ ছিলে তুমি বরাবর চেনা
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৪
XXII from `100 sonnets of Love' by Pablo Neruda
মনে পড়েনি তবু একবারও, চিনিনি তো চাহনি তোমার,
বেভুল কল্পনায় নরাশ্ব কে বা খোঁজে ঝাঁঝাঁ দুপুরের রোদে?
গমের সুগন্ধের মত অধরা প্রেম ছিলে তাই।
অথবা আবছায়া ছিলে যেন জুনের ভরা জোছনায়
সুদূর আঙ্গলে, ধরে ছিলে পানপাত্র ঠোঁটের কোনায়,
নাকি ছিলে সেই তন্বী গীটার, যার কোমর ছুঁয়েছি আমি
ভর সন্ধেবেলা, বেজে উঠেছিল যা বেগবান সমুদ্রের ঝাঁঝে।
ভালোবেসেছি তোমায় নিজের অজ্ঞাতে,
হাতড়ে ফিরেছি স্মরণ তোমার, চুরি করেছি
তোমার প্রতিমা, অথচ ছিলে তুমি বরাবর চেনা
তোমাকে ছুঁয়ে, কাছে পেয়ে, থমকে যায় আমার জীবন,
চোখের পলকে অধিকার নিলে তাই, রাণীর মহিমায়
দাবানলের মত; আগুনেই যে রাজত্ব তোমার।-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২৪
XXII from `100 sonnets of Love' by Pablo Neruda
Monday, 21 July 2014
(৫৪) আলোকচুম্বী মন
আলোকচুম্বী
মন, দানবীয়
উজ্জ্বলতা,
আঙুর
স্তবকের মত দৃপ্ত দুপুর,
আমরা
অবশেষে এখন নিরালায়,
নির্জনতাহীন,
উন্মাদ
নগরের হিংস্রতা থেকে বহু দূরে।
একটি
অখণ্ড রেখায় যেভাবে আঁকা যায়
পায়রার সুডৌল শরীর,
যেভাবে
আগুনের আঁচ শান্তি লালন করে
তুমি-আমি
সেই নিবিড় পবিত্রতায় রচনা
করেছি এই মায়াময় নীড়,
এখানে
মনন আর প্রেম বাঁচে সাহসী
নগ্নতায়।
তীব্র
স্বপ্ন,
তিক্ত
সম্ভাবনা
হাতুড়ি-খোয়াবের
চেয়ে কঠোর সংকল্প
ভারী
করেছে আমাদের যুগল পাল্লাকে
যতক্ষণ
না প্রেম আর বুদ্ধির যমজ ডানা
আমাদের
তুলাদণ্ড তুলে ধরে আকাশে,
আর
সেভাবেই সৃষ্টি হয় এই মোহন
স্বচ্ছতা।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২১
LIV from `100 Sonnets of Love', by Pablo Neruda
Sunday, 20 July 2014
(৯৩) তোমার হৃদয় যদি কখনো স্তব্ধ হয়ে যায়
তোমার হৃদয় যদি কখনো স্তব্ধ হয়ে যায়
ধমনীতে থমকায় উষ্ণ স্পন্দন
কণ্ঠস্বর বাতাসের মত নিথর হয় যদি
তোমার আঙুল হঠাৎ যদি উড়তে ভুল করে
দয়িতা, তোমার উন্মুক্ত ঠোঁট
যেন আমার আজীবন বেঁচে থাকার চুম্বন নিয়ে
চিরকাল স্থির হয়ে থাকে
সে চুম্বন আমার সঙ্গে থাকবে আমার মৃত্যু অবধি
তোমার আশ্চর্য, শীতল ঠোঁটে চুমু খেয়ে
তোমার দেহের হারিয়ে যাওয়া ফলের স্তবকে সোহাগ জানিয়ে
তোমার নিমীলিত চোখে আলো খুঁজে, হন্যে হব আমি
আর সেভাবেই, পৃথিবীর মাটি মমতায় আলিঙ্গন ক'রে
আমরা মৃত্যুতে বিলীন হয়েও বাঁচব,
একটি অবিনাশী, অফুরান চুম্বনের ভেতর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২০
XCIII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
ধমনীতে থমকায় উষ্ণ স্পন্দন
কণ্ঠস্বর বাতাসের মত নিথর হয় যদি
তোমার আঙুল হঠাৎ যদি উড়তে ভুল করে
দয়িতা, তোমার উন্মুক্ত ঠোঁট
যেন আমার আজীবন বেঁচে থাকার চুম্বন নিয়ে
চিরকাল স্থির হয়ে থাকে
সে চুম্বন আমার সঙ্গে থাকবে আমার মৃত্যু অবধি
তোমার আশ্চর্য, শীতল ঠোঁটে চুমু খেয়ে
তোমার দেহের হারিয়ে যাওয়া ফলের স্তবকে সোহাগ জানিয়ে
তোমার নিমীলিত চোখে আলো খুঁজে, হন্যে হব আমি
আর সেভাবেই, পৃথিবীর মাটি মমতায় আলিঙ্গন ক'রে
আমরা মৃত্যুতে বিলীন হয়েও বাঁচব,
একটি অবিনাশী, অফুরান চুম্বনের ভেতর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/২০
XCIII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
Friday, 18 July 2014
(২১) মুখের ভেতর ছড়িয়ে যায় ভালবাসার স্বাদ
মুখের ভেতর ছড়িয়ে যায় ভালবাসার স্বাদ,
এখন বসন্তহীন কষ্টের প্রহর নয় আর
দুঃখের কাছে বিকিয়ে ফেলেছি যখন দুই হাত,
তোমার চুম্বন যেন ফিরিয়ে নেয় সমগ্র আমায়।
আলোর কপাট রুদ্ধ করুক
তোমার মদির চুল, নিবিড় সৌরভ,
আর যদি ঘুমের ভেতর কেঁদে উঠি,
জেনো শুধু স্বপ্নে আমি এক হারিয়ে যাওয়া শিশু
রাতের পাতা সরিয়ে খুঁজছি তোমার হাত
গমের মত রোদেলা চুম্বন,
মায়াময় দীপ্তি তোমার, সুনিবিড় ছায়া
দয়িতা, স্বপ্নে যেখানে তুমি আর আমি হেঁটে যাই
সেখানে ছায়াময়্তা ছাড়া কিছু নেই,
শুধু তুমি ব'লে দিতে পারো, কখন রোদ উঠবে আবার।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/১৮
From XXI of `100 Love Sonnets' by Pablo Neruda
এখন বসন্তহীন কষ্টের প্রহর নয় আর
দুঃখের কাছে বিকিয়ে ফেলেছি যখন দুই হাত,
তোমার চুম্বন যেন ফিরিয়ে নেয় সমগ্র আমায়।
আলোর কপাট রুদ্ধ করুক
তোমার মদির চুল, নিবিড় সৌরভ,
আর যদি ঘুমের ভেতর কেঁদে উঠি,
জেনো শুধু স্বপ্নে আমি এক হারিয়ে যাওয়া শিশু
রাতের পাতা সরিয়ে খুঁজছি তোমার হাত
গমের মত রোদেলা চুম্বন,
মায়াময় দীপ্তি তোমার, সুনিবিড় ছায়া
দয়িতা, স্বপ্নে যেখানে তুমি আর আমি হেঁটে যাই
সেখানে ছায়াময়্তা ছাড়া কিছু নেই,
শুধু তুমি ব'লে দিতে পারো, কখন রোদ উঠবে আবার।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/১৮
From XXI of `100 Love Sonnets' by Pablo Neruda
Thursday, 17 July 2014
(৩৩) দয়িতা, এবার ঘরে ফেরার পালা
দয়িতা, এবার ঘরে ফেরার পালা
যেখানে ঘরের জাফরি বেয়ে উঠে যায় লতানো আঙুর,
গ্রীষ্ম পৌঁছে যায় মধু-মালতীর চকিত পায়ে,
তোমার আগেই, তোমার শোবার আঙিনায়।
আমাদের চুম্বন তামাম বিশ্ব-ভ্রমণ কোরে
মেখে নেয় আর্মেনিয়ার মধুমৃত্তিকা, দেখে নেয়
সিংহলের সবুজ পারাবত, ইয়াংসির প্রাচীন সহিষ্ণুতা,
রাত আর দিনের মত জলের খেলা
আর এখন, এই তো ফিরছি, প্রেয়সী,
সমুদ্র পার হয়ে, দুটি অন্ধ পরিযায়ী পাখি
যে ভাবে নীড়ে ফেরে বহুদূর বসন্তের টানে
প্রেম যে জিরানো ছাড়া উড়তে জানেনা,
তাই আমাদের হৃদয় ফিরে আসে
পরিচিত সমুদ্র-উপকূলে, আমাদের চুম্বন ফেরে ঘরে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/১৭
(From `100 Sonnets of Love' - XXXIII, by Pablo Neruda)
যেখানে ঘরের জাফরি বেয়ে উঠে যায় লতানো আঙুর,
গ্রীষ্ম পৌঁছে যায় মধু-মালতীর চকিত পায়ে,
তোমার আগেই, তোমার শোবার আঙিনায়।
আমাদের চুম্বন তামাম বিশ্ব-ভ্রমণ কোরে
মেখে নেয় আর্মেনিয়ার মধুমৃত্তিকা, দেখে নেয়
সিংহলের সবুজ পারাবত, ইয়াংসির প্রাচীন সহিষ্ণুতা,
রাত আর দিনের মত জলের খেলা
আর এখন, এই তো ফিরছি, প্রেয়সী,
সমুদ্র পার হয়ে, দুটি অন্ধ পরিযায়ী পাখি
যে ভাবে নীড়ে ফেরে বহুদূর বসন্তের টানে
প্রেম যে জিরানো ছাড়া উড়তে জানেনা,
তাই আমাদের হৃদয় ফিরে আসে
পরিচিত সমুদ্র-উপকূলে, আমাদের চুম্বন ফেরে ঘরে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/১৭
(From `100 Sonnets of Love' - XXXIII, by Pablo Neruda)
Subscribe to:
Posts (Atom)