দখিন আকাশের চতুষ্পথ নক্ষত্ররাজি, ত্রয়ীপাতার সুরভিত ফসফরাস:
চারটি চুম্বন তোমার সুন্দরতাকে ভেদ করেছে আজ,
পেরিয়েছে ছায়াময় তাবৎ অঞ্চল, আমার টুপিকেও,
তারপর, শীতল আকাশ ঘুরে এসেছে বিনিদ্র জ্যোৎস্না।
তখন ভালবাসা, হীরের আকাশ-নীলাভতা,
স্বর্গীয় প্রশান্তি, স্বচ্ছ আয়্নার মত তোমাকে পাই,
রাত ভ'রে ওঠে তোমার চারটি থরথর
মধুময় মদের গহন ভাণ্ডারে।
অনাবিল মাছ তুমি, কেঁপে ওঠা, নিকষিত, রুপালি শরীর,
যেন ছায়ায় বেড়ে ওঠা শৈলচন্দ্রিমা, আলোমাখা পাতা,
সবুজ ক্রুশ তুমি, সমগ্র আকাশের বুকে একক জোনাকি,
ঘুমিয়ে পড়ো, নীমিলিত হোক চোখ দুজনার
লহমার জন্যে, এই মানবিক রাতের কাছে চেয়ে নাও গভীর বিশ্রাম;
ক্রুশের মত নক্ষত্রের দীপ তোমার, জ্বেলে রাখো আমার ভেতর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৯/০১
O Southern Cross, O clover of fragrant phosphorous:
it entered your body today with four holy kisses,
it traveled across the shadows and across my hat,
and the moon went circling through the cold.
Then-with my love, with my dearest-diamonds
of blue frost, calm of the sky, mirror:
you appeared, and the night filled
with your four trembling cellars of wine.
o throbbing silver of a pure polished fish,
green cross, parsley of the radiant shadows,
firefly condemned to the wholeness of the sky:
rest on me, let us close your eyes, and mine.
For one moment, sleep with the human night.
Light your four-sided constellation in me.
LXXXVI, `100 Sonnets of Love' ---------Pablo Neruda
Sunday, 31 August 2014
Saturday, 30 August 2014
(৫৮) সাহিত্যের লৌহ তরবারি যখন আমার সামনে
সাহিত্যের লৌহ তরবারি যখন আমার সামনে উদ্যত,
তখন আমি বিদেশী নাবিকের মত, সমুদ্রের প্রত্যন্ত বাঁকে
অপরিচিত সাগরপথ ধরে ভেসে যাই, আমার কণ্ঠে বাজে উদাত্ত গান,
কারণ, এমনটাই তো হয় -- এছাড়া কীই বা হতে পারে?
ঝঞ্ঝাক্ষুব্ধ দ্বীপমালা থেকে এলোমেলো একর্ডিওন,
আলুথালু বেগবান বৃষ্টি সযত্নে এনেছি আমি,
এনেছি তাবৎ সামগ্রীর মন্থর স্বাভাবিকতা,
এরাই যে তৈরী করে আমার মাতাল, বন্য হৃদয়।
তাই সাহিত্যিক হাঙরের দাঁত
যখন কামড়ে ধরে আমার সরল গোড়ালি,
আমি তখন বাতাসের শিসে গা ভাসাই, হেঁটে যাই নির্ভার,
আমার বর্ষণময় ছেলেবেলার গুদামের কাছে,
বর্ণনাতীত, দখিনা বনভূমির শীতল সুন্দরতার কাছে,
তোমার সৌরভ যেখানে আমাকে টানে, সে মাটির কাছে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/৩১
Among the broadswords of literary iron
I wander like a foreign sailor, who does not know
the streets, or their angles, and who sings because
that's how it is, because if not for that what else is there?
From the stormy archipelagoes I brought
my windy accordion, waves of crazy rain,
the habitual slowness of natural things:
they made up my wild heart.
And so when the sharp little teeth of Literature
snapped at my honest heels, I passed along
unsuspectingly, singing with the wind,
toward the rainy dockyards of my childhood,
toward the cool forests of the indefinable South,
toward where my heart was filled with your fragrance.
----LVIII, `100 Sonnets of Love', by Pablo Neruda
তখন আমি বিদেশী নাবিকের মত, সমুদ্রের প্রত্যন্ত বাঁকে
অপরিচিত সাগরপথ ধরে ভেসে যাই, আমার কণ্ঠে বাজে উদাত্ত গান,
কারণ, এমনটাই তো হয় -- এছাড়া কীই বা হতে পারে?
ঝঞ্ঝাক্ষুব্ধ দ্বীপমালা থেকে এলোমেলো একর্ডিওন,
আলুথালু বেগবান বৃষ্টি সযত্নে এনেছি আমি,
এনেছি তাবৎ সামগ্রীর মন্থর স্বাভাবিকতা,
এরাই যে তৈরী করে আমার মাতাল, বন্য হৃদয়।
তাই সাহিত্যিক হাঙরের দাঁত
যখন কামড়ে ধরে আমার সরল গোড়ালি,
আমি তখন বাতাসের শিসে গা ভাসাই, হেঁটে যাই নির্ভার,
আমার বর্ষণময় ছেলেবেলার গুদামের কাছে,
বর্ণনাতীত, দখিনা বনভূমির শীতল সুন্দরতার কাছে,
তোমার সৌরভ যেখানে আমাকে টানে, সে মাটির কাছে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/৩১
Among the broadswords of literary iron
I wander like a foreign sailor, who does not know
the streets, or their angles, and who sings because
that's how it is, because if not for that what else is there?
From the stormy archipelagoes I brought
my windy accordion, waves of crazy rain,
the habitual slowness of natural things:
they made up my wild heart.
And so when the sharp little teeth of Literature
snapped at my honest heels, I passed along
unsuspectingly, singing with the wind,
toward the rainy dockyards of my childhood,
toward the cool forests of the indefinable South,
toward where my heart was filled with your fragrance.
----LVIII, `100 Sonnets of Love', by Pablo Neruda
Friday, 29 August 2014
(৯৭) উড়ে যেতে হবে আমাদের
উড়ে যেতে হবে আমাদের, কিন্তু কোথায়?
পাখায় ভর ক'রে অথবা বিমানে নয়,
তবু যেতে হবে নিশ্চিত। বয়সী পায়ের পাতা
হয়ত বা নিশানা রেখে গেছে, তবু সচল করেনা তারা এ যুগল পা।
যেতে হবে প্রতিটি নিমিখ,
উড্ডীন ঈগল, নীলাভ মাছি, বাতাসী মুহূর্তের মত,
শনির ধুসর বলয়কে জয় করে নিতে,
বাজিয়ে তুলব ব'লে রুপালি ঘন্টাধ্বনি।
কোনো পাদুকা অথবা পথ যথেষ্ট নয়,
পর্যাপ্ত নয় পৃথিবীর চেনা মৃত্তিকা,
মানুষের শেকড় পেরিয়েছে আঁধারের সহস্র দুয়ার।
তাই তুমি ফিরে ফিরে অন্য কোনো নক্ষত্রের গর্ভে জন্ম নেবে
ক্ষণিক জোনাকির মত, অনিবার,
শেষে ফুরফুরে পপি হয়ে ফোটার শিহরণে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/৩০
These days, one must fly-but where to?
without wings, without an airplane, fly-without a doubt:
the footsteps have passed on, to no avail;
they didn't move the feet of the traveler along.
At every instant, one must fly-like
eagles, like houseflies, like days:
must conquer the rings of Saturn
and build new carillons there.
Shoes and pathways are no longer enough,
the earth is no use anymore to the wanderer:
the roots have already crossed through the night,
and you will appear on another planet,
stubbornly transient,
transformed in the end into poppies
XCVII, `100 Sonnets of Love' -- Pablo Neruda
পাখায় ভর ক'রে অথবা বিমানে নয়,
তবু যেতে হবে নিশ্চিত। বয়সী পায়ের পাতা
হয়ত বা নিশানা রেখে গেছে, তবু সচল করেনা তারা এ যুগল পা।
যেতে হবে প্রতিটি নিমিখ,
উড্ডীন ঈগল, নীলাভ মাছি, বাতাসী মুহূর্তের মত,
শনির ধুসর বলয়কে জয় করে নিতে,
বাজিয়ে তুলব ব'লে রুপালি ঘন্টাধ্বনি।
কোনো পাদুকা অথবা পথ যথেষ্ট নয়,
পর্যাপ্ত নয় পৃথিবীর চেনা মৃত্তিকা,
মানুষের শেকড় পেরিয়েছে আঁধারের সহস্র দুয়ার।
তাই তুমি ফিরে ফিরে অন্য কোনো নক্ষত্রের গর্ভে জন্ম নেবে
ক্ষণিক জোনাকির মত, অনিবার,
শেষে ফুরফুরে পপি হয়ে ফোটার শিহরণে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/৩০
These days, one must fly-but where to?
without wings, without an airplane, fly-without a doubt:
the footsteps have passed on, to no avail;
they didn't move the feet of the traveler along.
At every instant, one must fly-like
eagles, like houseflies, like days:
must conquer the rings of Saturn
and build new carillons there.
Shoes and pathways are no longer enough,
the earth is no use anymore to the wanderer:
the roots have already crossed through the night,
and you will appear on another planet,
stubbornly transient,
transformed in the end into poppies
XCVII, `100 Sonnets of Love' -- Pablo Neruda
Wednesday, 27 August 2014
(৫৫) চুরচুর ভেঙে পড়া কাচ, বিষাক্ত কণ্টক
চুরচুর ভেঙে পড়া কাচ, বিষাক্ত কণ্টক আর বেদনা
আমাদের মধুময় মুহূর্তকে আক্রমণ করে।
ঘুমের ফুরফুরে শান্তি মেলেনা কোথাও --
রাস্তায় অথবা উঁচু গম্বুজে, মেলেনা সুখ, দেয়াল তুলে দিয়ে।
চামচ ভরা বিষাদ ছলকে ওঠে অতর্কিতে
রেহাই পায়না কেউ, সেই ফোঁটা ফোঁটা তীব্রতা থেকে,
তবু শোক ছাড়া, জন্ম-রহস্য, নিরাপদ ঘর, অথবা
ছাদের মাচান -- কিছু কি সৃষ্টি হয়?
নিবিড় ভালবাসায় চোখ বুজেও তো এড়ানো যায়না দুঃখকে,
ছিন্নভিন্ন দেহের নিরাময় নেই তুলতুলে বাসর শয্যায়,
বেদনা তার বিজয়ী নিশান নিয়ে পায়ে পায়ে এগিয়ে আসে ঠিক।
জীবনের আঠালো নির্যাস ছুটে আসে
শরীরপ্লাবী নদীর মত, খুলে দেয় রক্তাক্ত নালা, সুড়ঙ্গপথ,
আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিষণ্ণতার এক তামাম পরিবার।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৮
Thorns, shattered glass, sickness, crying: all day
they attack the honied contentment. And neither the tower,
nor the walls, nor secret passageways are of much help.
Trouble seeps through, into the sleepers' peace.
Sorrow rises and falls, comes near with its deep spoons,
and no one can live without this endless motion;
without it there would be no birth, no roof, no fence.
It happens: we have to account for it.
Eyes squeezed shut in love don't help,
nor soft beds far from the pestilent sick,
from the conquerer who advances, pace by pace, with his flag.
For life throbs like a bile, like a river: it opens
a bloody tunnel where eyes stare through at us,
the eyes of a huge and sorrowful family
LV, `100 Sonnets of Love', ---- Pablo Neruda
আমাদের মধুময় মুহূর্তকে আক্রমণ করে।
ঘুমের ফুরফুরে শান্তি মেলেনা কোথাও --
রাস্তায় অথবা উঁচু গম্বুজে, মেলেনা সুখ, দেয়াল তুলে দিয়ে।
চামচ ভরা বিষাদ ছলকে ওঠে অতর্কিতে
রেহাই পায়না কেউ, সেই ফোঁটা ফোঁটা তীব্রতা থেকে,
তবু শোক ছাড়া, জন্ম-রহস্য, নিরাপদ ঘর, অথবা
ছাদের মাচান -- কিছু কি সৃষ্টি হয়?
নিবিড় ভালবাসায় চোখ বুজেও তো এড়ানো যায়না দুঃখকে,
ছিন্নভিন্ন দেহের নিরাময় নেই তুলতুলে বাসর শয্যায়,
বেদনা তার বিজয়ী নিশান নিয়ে পায়ে পায়ে এগিয়ে আসে ঠিক।
জীবনের আঠালো নির্যাস ছুটে আসে
শরীরপ্লাবী নদীর মত, খুলে দেয় রক্তাক্ত নালা, সুড়ঙ্গপথ,
আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিষণ্ণতার এক তামাম পরিবার।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৮
Thorns, shattered glass, sickness, crying: all day
they attack the honied contentment. And neither the tower,
nor the walls, nor secret passageways are of much help.
Trouble seeps through, into the sleepers' peace.
Sorrow rises and falls, comes near with its deep spoons,
and no one can live without this endless motion;
without it there would be no birth, no roof, no fence.
It happens: we have to account for it.
Eyes squeezed shut in love don't help,
nor soft beds far from the pestilent sick,
from the conquerer who advances, pace by pace, with his flag.
For life throbs like a bile, like a river: it opens
a bloody tunnel where eyes stare through at us,
the eyes of a huge and sorrowful family
LV, `100 Sonnets of Love', ---- Pablo Neruda
Tuesday, 26 August 2014
(৯৬) কেন মনে হয়, আমাকে তোমার
কেন মনে হয়, আমাকে তোমার এই ভালবাসার মুহূর্তগুলি
ঝরে যাবে একদিন, অন্য কোনো নীলাভ রঙ বদলে দেবে আকাশ,
অন্য কোনো ত্বক আবৃত করবে অস্থি আমাদের,
অন্য কোনো চোখ দেখে নেবে বাসন্তী ভুবন।
মুহূর্তের স্পন্দন যারা বেঁধে রেখেছিল,
করেছিল ধোঁয়াটে আলাপচারিতা,
শাসক, পণ্যজীবি, দর্শক -- তারা
মাকড়সার জালে করবে না আর বিচরণ।
চশমা-পরা নিষ্ঠুর ঈশ্বর, রোমশ সর্বভুক,
রক্তচোষা জাবপোকা,
পোকাখোর ভরত, চলে যাবে সব।
পৃথিবীর মাটি ধুয়ে নেবে নহল বৃষ্টির জল,
তারপর, সরোবরে জন্ম দেবে অন্য নয়ন,
গমের ফলন হবে অশ্রুহীন।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৭
~
I think this time when you loved me
will pass away, and another blue will replace it;
another skin will cover the same bones;
other eyes will see the spring.
None of those who tried to tie time down
those who dealt in smoke,
bureaucrats, businessmen, transients-none
will keep moving, tangled in their ropes.
The cruel gods wearing spectacles will pass away,
the hairy carnivore with the book,
the little green fleas and the pitpit birds.
And when the earth is freshly washed,
other eyes will be born in the water,
the wheat will flourish without tears.
XCVI, `100 Sonnets of Love', by Pablo Neruda
ঝরে যাবে একদিন, অন্য কোনো নীলাভ রঙ বদলে দেবে আকাশ,
অন্য কোনো ত্বক আবৃত করবে অস্থি আমাদের,
অন্য কোনো চোখ দেখে নেবে বাসন্তী ভুবন।
মুহূর্তের স্পন্দন যারা বেঁধে রেখেছিল,
করেছিল ধোঁয়াটে আলাপচারিতা,
শাসক, পণ্যজীবি, দর্শক -- তারা
মাকড়সার জালে করবে না আর বিচরণ।
চশমা-পরা নিষ্ঠুর ঈশ্বর, রোমশ সর্বভুক,
রক্তচোষা জাবপোকা,
পোকাখোর ভরত, চলে যাবে সব।
পৃথিবীর মাটি ধুয়ে নেবে নহল বৃষ্টির জল,
তারপর, সরোবরে জন্ম দেবে অন্য নয়ন,
গমের ফলন হবে অশ্রুহীন।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৭
~
I think this time when you loved me
will pass away, and another blue will replace it;
another skin will cover the same bones;
other eyes will see the spring.
None of those who tried to tie time down
those who dealt in smoke,
bureaucrats, businessmen, transients-none
will keep moving, tangled in their ropes.
The cruel gods wearing spectacles will pass away,
the hairy carnivore with the book,
the little green fleas and the pitpit birds.
And when the earth is freshly washed,
other eyes will be born in the water,
the wheat will flourish without tears.
XCVI, `100 Sonnets of Love', by Pablo Neruda
(৮৩) রাত্তিরে এভাবে তোমাকে নিবিড় কাছে পেতে
রাত্তিরে এভাবে তোমাকে নিবিড় কাছে পেতে ভালোবাসি, প্রেম,
ঘুমে যখন অদৃশ্য তুমি, নিশাচর প্রাণীর মত,
আমি তখন দিনভর বিভ্রান্তির জটিল বুনন থেকে
নিজেকে ধীরে ধীরে ছাড়িয়ে আনি।
তোমার আনমনা, আলগা হৃদয় হয়ত তখন
স্বপ্নীল মেঘে ভেসে গেছে, কিন্তু তোমার পরিত্যক্ত শরীর শ্বাস নেয়;
না দেখেই, খোঁজে আমাকে, একটি বৃক্ষের লতানো আকুল ডাল
ছায়ার ভেতর যেভাবে প্রসারিত হয়।
কাল ভোরের ঋজুতায়, তুমি হয়ত অন্য মানুষ,
তবু থেকে যায় রাতের সীমান্তিক রেশ,
আমাদের নিবিড় মুহূর্তগুলির — সত্তার আর শূন্যতার,
আমাদের যা কাছাকাছি আনে, জীবনের অঢেল আলোয়,
যেভাবে আঁধারের সিলমোহর নিশাচর প্রাণীর শরীরে
এঁকে দেয় আগুনের অভিন্ন উল্কি।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৬
It's good to feel you close in the night, Love,
invisible in your sleep, earnestly nocturnal,
while I untangle my confusions
like bewildered nets.
Absent, your heart sails through dreams,
but your body breathes, abandoned like this,
searching for me without seeing me, completing my sleep,
like a plant that propagates in the dark.
When you arise, alive, tomorrow, you'll be someone else:
but something is left from the lost frontiers of the night,
from that being and nothing where we find ourselves,
something that brings us close in the light of life,
as if the seal of the darkness
branded its secret creatures with a fire
LXXXIII, `100 Sonnets of Love', -- Pablo Neruda
ঘুমে যখন অদৃশ্য তুমি, নিশাচর প্রাণীর মত,
আমি তখন দিনভর বিভ্রান্তির জটিল বুনন থেকে
নিজেকে ধীরে ধীরে ছাড়িয়ে আনি।
তোমার আনমনা, আলগা হৃদয় হয়ত তখন
স্বপ্নীল মেঘে ভেসে গেছে, কিন্তু তোমার পরিত্যক্ত শরীর শ্বাস নেয়;
না দেখেই, খোঁজে আমাকে, একটি বৃক্ষের লতানো আকুল ডাল
ছায়ার ভেতর যেভাবে প্রসারিত হয়।
কাল ভোরের ঋজুতায়, তুমি হয়ত অন্য মানুষ,
তবু থেকে যায় রাতের সীমান্তিক রেশ,
আমাদের নিবিড় মুহূর্তগুলির — সত্তার আর শূন্যতার,
আমাদের যা কাছাকাছি আনে, জীবনের অঢেল আলোয়,
যেভাবে আঁধারের সিলমোহর নিশাচর প্রাণীর শরীরে
এঁকে দেয় আগুনের অভিন্ন উল্কি।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৬
It's good to feel you close in the night, Love,
invisible in your sleep, earnestly nocturnal,
while I untangle my confusions
like bewildered nets.
Absent, your heart sails through dreams,
but your body breathes, abandoned like this,
searching for me without seeing me, completing my sleep,
like a plant that propagates in the dark.
When you arise, alive, tomorrow, you'll be someone else:
but something is left from the lost frontiers of the night,
from that being and nothing where we find ourselves,
something that brings us close in the light of life,
as if the seal of the darkness
branded its secret creatures with a fire
LXXXIII, `100 Sonnets of Love', -- Pablo Neruda
Sunday, 24 August 2014
(৫৭) ওরা মিথ্যাবাদী, যারা বলেছিল
ওরা মিথ্যাবাদী, যারা বলেছিল আমি হারিয়েছি নিবিড় জ্যোৎস্না,
বলেছিল আমার ভবিষ্যৎ হা হা মরু-বালুময়,
যারা ঠাণ্ডা জিহ্বায় ছড়িয়েছিল নির্দয় গুজব,
নিষিদ্ধ করেছিল বিশ্বের স্বাভাবিক ফুল।
`শেষ হয়ে গেছে ওঁর অপরূপ বাতাসী আভা,
জলকন্যার দৃপ্ত তৃণমণি', ব'লে তারা চর্বন করে গিয়েছিল
তামাম গবেষণা-পত্র, কৌশলে দিতে চেয়েছিল ঠেলে
বিস্মৃতির অতল খাদে, আমার দামাল গীটার।
আমি তখন তাদের চোখে ছুঁড়ে মেরেছি
তোমার-আমার হৃদয় বিদ্ধ করা ভালবাসার অব্যর্থ গজাল,
কুড়িয়ে নিয়েছি তোমার পায়ে পায়ে ফেলে যাওয়া সুগন্ধী জুঁই।
তোমার নিমিখের দীপদীপে আভা ছাড়া
হারিয়ে গেছি আমি নিকষ আঁধারে, তারপর রাত্রি যখন ঘিরেছে আমায়
জন্মেছি ফের, হয়ে আপন তিমিরের অধীশ্বর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৫
They're liars, those who say I lost the moon,
who foretold a future like a public desert for me,
who gossiped so much with their cold tongues:
they tried to ban the flower of the universe.
"The quick spontaneous mermaids' amber
is finished. Now he has only the people."
And they gnawed on their incessant papers,
they plotted an oblivion for my guitar.
But I tossed-ha! into their eyes!-the dazzling lances
of our love, piercing your heart and mine.
I gathered the jasmine your footsteps left behind.
I got lost in the night, without the light
of your eyelids, and when the night surrounded me
I was born again: I was the owner of my own darkness.
LVII, `100 Sonnets of Love', by Pablo Neruda
বলেছিল আমার ভবিষ্যৎ হা হা মরু-বালুময়,
যারা ঠাণ্ডা জিহ্বায় ছড়িয়েছিল নির্দয় গুজব,
নিষিদ্ধ করেছিল বিশ্বের স্বাভাবিক ফুল।
`শেষ হয়ে গেছে ওঁর অপরূপ বাতাসী আভা,
জলকন্যার দৃপ্ত তৃণমণি', ব'লে তারা চর্বন করে গিয়েছিল
তামাম গবেষণা-পত্র, কৌশলে দিতে চেয়েছিল ঠেলে
বিস্মৃতির অতল খাদে, আমার দামাল গীটার।
আমি তখন তাদের চোখে ছুঁড়ে মেরেছি
তোমার-আমার হৃদয় বিদ্ধ করা ভালবাসার অব্যর্থ গজাল,
কুড়িয়ে নিয়েছি তোমার পায়ে পায়ে ফেলে যাওয়া সুগন্ধী জুঁই।
তোমার নিমিখের দীপদীপে আভা ছাড়া
হারিয়ে গেছি আমি নিকষ আঁধারে, তারপর রাত্রি যখন ঘিরেছে আমায়
জন্মেছি ফের, হয়ে আপন তিমিরের অধীশ্বর।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২৫
They're liars, those who say I lost the moon,
who foretold a future like a public desert for me,
who gossiped so much with their cold tongues:
they tried to ban the flower of the universe.
"The quick spontaneous mermaids' amber
is finished. Now he has only the people."
And they gnawed on their incessant papers,
they plotted an oblivion for my guitar.
But I tossed-ha! into their eyes!-the dazzling lances
of our love, piercing your heart and mine.
I gathered the jasmine your footsteps left behind.
I got lost in the night, without the light
of your eyelids, and when the night surrounded me
I was born again: I was the owner of my own darkness.
LVII, `100 Sonnets of Love', by Pablo Neruda
Saturday, 23 August 2014
(৯৮) আমার একটি মাত্র হাতে হাজার হাতের ব্যগ্রতায়
আমার একটি মাত্র হাতে হাজার হাতের ব্যগ্রতায় লেখা
শব্দস্তবক, ভরে ওঠা সফেদ কাগজ, তোমায় রাখতে পারে না ধ'রে,
ধরা পড়ে না স্বপ্ন, কবিতার ছেঁড়া পাতা ঝরে যায়
মাটির গভীরে, থেকে যায় প্রাণময় শুকনো পল্লবের মত।
পানপাত্র থেকে যতই উপচে পড়ুক
স্তব, আভা, বিচ্ছুরণ, থাকুক এক অদম্য শিহরণ সেই মদে,
তোমার ঠোঁট এক চুমুকে হয়ে যাক
পারিজাতের ময়ুরপংখী লাল।
আমার শব্দেরা চায় না তো মন্থর বর্ণমালা,
চায় না পাথুরে দেয়ালে ধাক্কা খেতে খেতে
উঠে আসা স্মৃতির ফেনীল মন্থন
তোমার নাম লিখে যাওয়া ছাড়া
কিছুই চায় না আমার শব্দরাজি, তবু ভালবাসার আবেশ, নিমগ্নতা
তাদের নীরবতা দেয়, বসন্তে শব্দ-মুখর হবে ব'লে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২২
And this word, this paper the thousand hands
of a single hand have written on, does not remain
inside you, it is no good for dreaming.
It falls to the earth; there it continues.
No matter that the light, or praise,
spilled over the rim of the cup,
if they were a willful shimmer in the wine,
if your mouth were stained purple as amaranth.
This word: it no longer wants the slow-spoken syllable,
what the reef brings, and brings back,
from my memories, the churned foam:
it wants nothing but to write your name.
And even though my brooding love silences it
now, later the springtime will pronounce it.
XCVIII, `100 Sonnets of Love', by Pablo Neruda
শব্দস্তবক, ভরে ওঠা সফেদ কাগজ, তোমায় রাখতে পারে না ধ'রে,
ধরা পড়ে না স্বপ্ন, কবিতার ছেঁড়া পাতা ঝরে যায়
মাটির গভীরে, থেকে যায় প্রাণময় শুকনো পল্লবের মত।
পানপাত্র থেকে যতই উপচে পড়ুক
স্তব, আভা, বিচ্ছুরণ, থাকুক এক অদম্য শিহরণ সেই মদে,
তোমার ঠোঁট এক চুমুকে হয়ে যাক
পারিজাতের ময়ুরপংখী লাল।
আমার শব্দেরা চায় না তো মন্থর বর্ণমালা,
চায় না পাথুরে দেয়ালে ধাক্কা খেতে খেতে
উঠে আসা স্মৃতির ফেনীল মন্থন
তোমার নাম লিখে যাওয়া ছাড়া
কিছুই চায় না আমার শব্দরাজি, তবু ভালবাসার আবেশ, নিমগ্নতা
তাদের নীরবতা দেয়, বসন্তে শব্দ-মুখর হবে ব'লে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২২
And this word, this paper the thousand hands
of a single hand have written on, does not remain
inside you, it is no good for dreaming.
It falls to the earth; there it continues.
No matter that the light, or praise,
spilled over the rim of the cup,
if they were a willful shimmer in the wine,
if your mouth were stained purple as amaranth.
This word: it no longer wants the slow-spoken syllable,
what the reef brings, and brings back,
from my memories, the churned foam:
it wants nothing but to write your name.
And even though my brooding love silences it
now, later the springtime will pronounce it.
XCVIII, `100 Sonnets of Love', by Pablo Neruda
Wednesday, 20 August 2014
(৭৪) অগাস্টের ভেজা সপসপে রাস্তাটা
অগাস্টের ভেজা সপসপে রাস্তাটা
এক ফালি কাটা চাঁদের মত ঝকঝক করে
যেন উপছে পড়ে পাকা আপেলের
হৈমন্তিক আভা।
কুয়াশা, অঢেল শূন্যতা অথবা আকাশের রহস্যের জালে
ধরা পড়ে স্বপ্ন, শব্দ আর মাছ,
দ্বীপের মৃত্তিকার সংগে বিবাদ বাধায় কুয়াশার জমাট বাষ্পেরা,
চিলির আলোয় কাঁপে থিরথির অথৈ সাগর।
সব কিছু ঝলসায় ধাতব কাঠিণ্যে,
পাতারা লুকায়, শীত গোপন করে পল্লবময় উত্তরাধিকার,
একমাত্র আমরা এই শীতার্ততার প্রতি অন্ধ, অনন্ত নির্জনতায়
গতিশীল নিঃশব্দ চলা, নিঃঝুম বিদায়ী হাত,
চলে যাওয়া, এসবের সাক্ষ্য নিয়ে আমরা থেকে যাই,
বিদায় জানাই, অশ্রু ঝরে প্রকৃতির।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২০
~
Wet with the waters of August, the road
shines as if cut through the full moon,
the full light of an apple,
through the middle of the autumn's fruit.
Fog, space, or sky, the vague net of the day
swells with cold dreams, noises, fish,
the steam of the islands fights against the land,
the ocean trembles over the light of Chile.
Everything is concentrated like a metal, leaves
hide, winter conceals its lineage,
and we are the only blind ones, endlessly, alone.
Subject only to the silent causeway
of motion, farewell, of departure, of the road:
farewell, the tears of Nature fall.
LXXIV, `100 Sonnets of Love', by Pablo Neruda
এক ফালি কাটা চাঁদের মত ঝকঝক করে
যেন উপছে পড়ে পাকা আপেলের
হৈমন্তিক আভা।
কুয়াশা, অঢেল শূন্যতা অথবা আকাশের রহস্যের জালে
ধরা পড়ে স্বপ্ন, শব্দ আর মাছ,
দ্বীপের মৃত্তিকার সংগে বিবাদ বাধায় কুয়াশার জমাট বাষ্পেরা,
চিলির আলোয় কাঁপে থিরথির অথৈ সাগর।
সব কিছু ঝলসায় ধাতব কাঠিণ্যে,
পাতারা লুকায়, শীত গোপন করে পল্লবময় উত্তরাধিকার,
একমাত্র আমরা এই শীতার্ততার প্রতি অন্ধ, অনন্ত নির্জনতায়
গতিশীল নিঃশব্দ চলা, নিঃঝুম বিদায়ী হাত,
চলে যাওয়া, এসবের সাক্ষ্য নিয়ে আমরা থেকে যাই,
বিদায় জানাই, অশ্রু ঝরে প্রকৃতির।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/২০
~
Wet with the waters of August, the road
shines as if cut through the full moon,
the full light of an apple,
through the middle of the autumn's fruit.
Fog, space, or sky, the vague net of the day
swells with cold dreams, noises, fish,
the steam of the islands fights against the land,
the ocean trembles over the light of Chile.
Everything is concentrated like a metal, leaves
hide, winter conceals its lineage,
and we are the only blind ones, endlessly, alone.
Subject only to the silent causeway
of motion, farewell, of departure, of the road:
farewell, the tears of Nature fall.
LXXIV, `100 Sonnets of Love', by Pablo Neruda
Monday, 18 August 2014
(৩৮) তোমার বাড়িটা দুপুরের রেলগাড়ির মত
তোমার বাড়িটা দুপুরের রেলগাড়ির মত,
মৌমাছির ব্যস্ত গুঞ্জন, ডেকচির বাষ্পীয় শিস
শিশিরের কীর্তিকলাপ প্রপাতের স্বর হয়ে ঝরে,
তোমার কণ্ঠে বেজে ওঠে তালগাছের সমূহ উচ্ছ্বাস।
হালকা নীল দেয়ালটি, গ্রামীণ ডাকপিওনের মত
গেয়ে-ওঠা টেলিগ্রাম হাতে, পাথরের ওপর ঝুঁকে কথা বলে,
আর ওই ওখানে, দুটো ডুমুর গাছের সবুজ ধ্বনিময়তার মাঝখানে,
নিঃশব্দে হেঁটে যান হোমার।
এখানে নেই নাগরিক ধ্বনি, নেই কান্না,
নেই কোনো তীক্ষ্ণ অভিপ্রায় অথবা বিশুদ্ধ সোনাটা,
নেই ঠোঁট, নেই ভেঁপু, আছে শুধু প্রপাতের ঝিরঝিরে স্বর, সিংহ-নিনাদ।
আর আছ তুমি, তোমার সিঁড়ি বাওয়া, গান গাওয়া, তোমার মৃদু, চঞ্চল পদচারণা,
রোপন, সেলাই, অথবা রান্নার কাজে ব্যস্ত তুমি, কখনো বা হাতুড়ি অথবা লেখনী নিয়ে
আর যখন তুমি নেই, এখানে তখন শীতের স্তব্ধতা নেমে আসে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৮
~
Your house sounds like a train at noon:
bees hum, pots sing,
the waterfall catalogues what the soft rain did,
your laugh spins out its trill like a palm tree.
Arriving like a country boy with a singing telegram,
the blue light of the wall talks with the rocks, and there climbing
the hill, between the two fig trees, with the green
voice comes Homer in his quiet sandals.
Only here the city has no voice, no mouth, nothing so
relentless, no sonatas, shouts or car horns: here,
instead, a quiet collocation of waterfalls and lions
and you-who rises, sings, runs, walks, bends,
plants, sews, cooks, hammers, writes, returns or
have you gone away-?- (then I'd know the winter had begun).
XXXVIII, `100 Sonnets of Love', by Pablo Neruda
মৌমাছির ব্যস্ত গুঞ্জন, ডেকচির বাষ্পীয় শিস
শিশিরের কীর্তিকলাপ প্রপাতের স্বর হয়ে ঝরে,
তোমার কণ্ঠে বেজে ওঠে তালগাছের সমূহ উচ্ছ্বাস।
হালকা নীল দেয়ালটি, গ্রামীণ ডাকপিওনের মত
গেয়ে-ওঠা টেলিগ্রাম হাতে, পাথরের ওপর ঝুঁকে কথা বলে,
আর ওই ওখানে, দুটো ডুমুর গাছের সবুজ ধ্বনিময়তার মাঝখানে,
নিঃশব্দে হেঁটে যান হোমার।
এখানে নেই নাগরিক ধ্বনি, নেই কান্না,
নেই কোনো তীক্ষ্ণ অভিপ্রায় অথবা বিশুদ্ধ সোনাটা,
নেই ঠোঁট, নেই ভেঁপু, আছে শুধু প্রপাতের ঝিরঝিরে স্বর, সিংহ-নিনাদ।
আর আছ তুমি, তোমার সিঁড়ি বাওয়া, গান গাওয়া, তোমার মৃদু, চঞ্চল পদচারণা,
রোপন, সেলাই, অথবা রান্নার কাজে ব্যস্ত তুমি, কখনো বা হাতুড়ি অথবা লেখনী নিয়ে
আর যখন তুমি নেই, এখানে তখন শীতের স্তব্ধতা নেমে আসে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৮
~
Your house sounds like a train at noon:
bees hum, pots sing,
the waterfall catalogues what the soft rain did,
your laugh spins out its trill like a palm tree.
Arriving like a country boy with a singing telegram,
the blue light of the wall talks with the rocks, and there climbing
the hill, between the two fig trees, with the green
voice comes Homer in his quiet sandals.
Only here the city has no voice, no mouth, nothing so
relentless, no sonatas, shouts or car horns: here,
instead, a quiet collocation of waterfalls and lions
and you-who rises, sings, runs, walks, bends,
plants, sews, cooks, hammers, writes, returns or
have you gone away-?- (then I'd know the winter had begun).
XXXVIII, `100 Sonnets of Love', by Pablo Neruda
Saturday, 16 August 2014
(২৬) ইকিকের ভীষণ বালিয়াড়ি
ইকিকের ভীষণ বালিয়াড়ি
অথবা মিঠে নদের ভরাট মোহনা, যেখানেই যাই,
পাল্টায় না তোমার আদিগন্ত গম, সোনালী অবয়ব,
আঙুর-গড়ন, উদাত্ত গীটার।
দয়িতা আমার, নীরবতার যুগ থেকে শুরু কোরে,
উত্তরে জড়ানো আঙুর-লতা থেকে ধূসর-নীল প্রেইরির
আপরিসর নির্জন প্রান্তর, নিকষ প্রকৃতির তামাম চালচিত্র
যেন তোমারই তুলনা দিয়ে গড়া।
অথচ বিষণ্ণ খনিজ পাহাড়, তুষার-ঝরা তিব্বতের ঢাল,
অথবা পোল্যান্ডের পাথর, কিছুই পারেনা পাল্টাতে
তোমার দুর্বার সোনালী শীষ, শস্যের সর্বগামী অজরতা
যেন কাদামাটি, যবের প্রান্তর, থোকাথোকা ফল,
যা-কিছু চিলির নিবিড় আপন, সব তোমার ভেতর স্থান করে নেয় বরাবর
কোনো এক অরণ্য-জ্যোৎস্নার সহজাত নিয়মে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৬
Neither the color of Iquique's awesome dunes,
nor the inlet of Guatemala's Rio Dulce: nothing
has changed your profile, subdued in the wheat,
nor your plump-grape form, nor your guitar-mouth.
o my heart, my own, since before all silence,
from the uplands ruled by tangling vines
to the desolate platinum prairies: in every pure
landscape, the earth has imitated you.
But not even the shy mineral hands of the hills,
nor the snows of Tibet, nor the stones of Poland-nothing
has altered your form, your traveling grain of wheat:
as if clay or wheat field, guitars or clusters of Chillan fruit
realize their places, in you: imposing the will
of the savage moon, they defend their belonging in you.
XXVI, `100 Sonnets of Love', by Pablo Neruda
অথবা মিঠে নদের ভরাট মোহনা, যেখানেই যাই,
পাল্টায় না তোমার আদিগন্ত গম, সোনালী অবয়ব,
আঙুর-গড়ন, উদাত্ত গীটার।
দয়িতা আমার, নীরবতার যুগ থেকে শুরু কোরে,
উত্তরে জড়ানো আঙুর-লতা থেকে ধূসর-নীল প্রেইরির
আপরিসর নির্জন প্রান্তর, নিকষ প্রকৃতির তামাম চালচিত্র
যেন তোমারই তুলনা দিয়ে গড়া।
অথচ বিষণ্ণ খনিজ পাহাড়, তুষার-ঝরা তিব্বতের ঢাল,
অথবা পোল্যান্ডের পাথর, কিছুই পারেনা পাল্টাতে
তোমার দুর্বার সোনালী শীষ, শস্যের সর্বগামী অজরতা
যেন কাদামাটি, যবের প্রান্তর, থোকাথোকা ফল,
যা-কিছু চিলির নিবিড় আপন, সব তোমার ভেতর স্থান করে নেয় বরাবর
কোনো এক অরণ্য-জ্যোৎস্নার সহজাত নিয়মে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৬
Neither the color of Iquique's awesome dunes,
nor the inlet of Guatemala's Rio Dulce: nothing
has changed your profile, subdued in the wheat,
nor your plump-grape form, nor your guitar-mouth.
o my heart, my own, since before all silence,
from the uplands ruled by tangling vines
to the desolate platinum prairies: in every pure
landscape, the earth has imitated you.
But not even the shy mineral hands of the hills,
nor the snows of Tibet, nor the stones of Poland-nothing
has altered your form, your traveling grain of wheat:
as if clay or wheat field, guitars or clusters of Chillan fruit
realize their places, in you: imposing the will
of the savage moon, they defend their belonging in you.
XXVI, `100 Sonnets of Love', by Pablo Neruda
Friday, 15 August 2014
(৭০) কোনো দৃশ্যমান রক্তপাত ছাড়াই
কোনো দৃশ্যমান রক্তপাত ছাড়াই, গভীর ক্ষত নিয়ে
আমি তোমার জীবনের রশ্মি ধরে হেঁটে গেছি;
হঠাৎ দুর্ভেদ্য বনের মাঝখানে অঝোর বৃষ্টি
এক বুক আকাশ চিরে নেমে আসে আমার ওপর।
সেই বৃষ্টিফোঁটায় ঝরে পড়া তোমার হৃদয় ছুঁয়ে জানলাম,
তোমার চোখ আমার বেদনার গহন প্রান্তরকে জেনেছে
নির্ভুল আলোক-শলাকার মত।
চারিদিকে ছায়ারা ফিসফিস করে উঠল,
কে? কে ওখানে? কিন্তু সে তো নামহীন বেদনা,
গহীন বনের খসখস পাতা, কালো জলের ধুকপুকে স্পন্দন
শোনার মত কেউ নেই তখন।
এভাবেই চিনলাম আমার কষ্টগুলো
সেই ছায়া-ধ্বনির ভেতর, সেই মায়াময় নিবিড় বৃষ্টিতে,
সেই উথালপাথাল বিরহিনী রাতে।
----------অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৬
Maybe-though I do not bleed-I am wounded, walking
along one of the rays of your life.
In the middle of the jungle the water stops me,
the rain that falls with its sky.
Then I touch the heart that fell, raining:
there I know it was your eyes
that pierced me, into my grief's vast hinterlands.
And only a shadow's whisper appears,
Who is it? Who is it?, but it has no name,
the leaf or dark water that patters
in the middle of the jungle, deaf along the paths:
so, my love, I knew that I was wounded,
and no one spoke there except the shadows,
the wandering night, the kiss of the rain.
LXX, `100 Sonnets of Love', by Pablo Neruda
আমি তোমার জীবনের রশ্মি ধরে হেঁটে গেছি;
হঠাৎ দুর্ভেদ্য বনের মাঝখানে অঝোর বৃষ্টি
এক বুক আকাশ চিরে নেমে আসে আমার ওপর।
সেই বৃষ্টিফোঁটায় ঝরে পড়া তোমার হৃদয় ছুঁয়ে জানলাম,
তোমার চোখ আমার বেদনার গহন প্রান্তরকে জেনেছে
নির্ভুল আলোক-শলাকার মত।
চারিদিকে ছায়ারা ফিসফিস করে উঠল,
কে? কে ওখানে? কিন্তু সে তো নামহীন বেদনা,
গহীন বনের খসখস পাতা, কালো জলের ধুকপুকে স্পন্দন
শোনার মত কেউ নেই তখন।
এভাবেই চিনলাম আমার কষ্টগুলো
সেই ছায়া-ধ্বনির ভেতর, সেই মায়াময় নিবিড় বৃষ্টিতে,
সেই উথালপাথাল বিরহিনী রাতে।
----------অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৬
Maybe-though I do not bleed-I am wounded, walking
along one of the rays of your life.
In the middle of the jungle the water stops me,
the rain that falls with its sky.
Then I touch the heart that fell, raining:
there I know it was your eyes
that pierced me, into my grief's vast hinterlands.
And only a shadow's whisper appears,
Who is it? Who is it?, but it has no name,
the leaf or dark water that patters
in the middle of the jungle, deaf along the paths:
so, my love, I knew that I was wounded,
and no one spoke there except the shadows,
the wandering night, the kiss of the rain.
LXX, `100 Sonnets of Love', by Pablo Neruda
Wednesday, 13 August 2014
(৫০) সুহৃদ কতাপোস বলে, তোমার হাসি
সুহৃদ কতাপোস বলে, তোমার হাসি
নাকি পাথুরে দুর্গ থেকে চকিত পৃথিবীতে নামে বাজের দৃপ্ত সুষমায়।
আমি কি জানি না সে কথা? আকাশ-কন্যা তুমি,
তুমি মাটি আর পাতার সবুজতা ফালি ফালি করা হৃৎ-বিদ্যুৎ
সে বিদ্যুৎ যখন স্পর্শ করে মাটি, তখন ভোরের শিশির গায় গান,
টলমলিয়ে ওঠে হীরের জৌলুস, আলোর মৌমাছিরা হঠাৎ লাফায়,
আর যেখানে নীরবতা বয়েসী দাঁড়ির মত দীর্ঘকায়,
সেখানেই আচমকা বিস্ফোরিত হয় সূর্য, থালা ভরা চাঁদ
আকাশ নেমে আসে বমাল আঁধার, ভরা জ্যোৎস্নার আভায়
ভাসে দেবপুষ্প, রুপালি ঘন্টাধ্বনি,
সফেদ মদির বন্যতায় দৌঁড়ায় মাহুতের পোষা ঘোড়া।
তুমি যে তোমার মত ছোট এক মহাজাগতিক বিস্ময়,
তাই তোমার উল্কাময় হাসি বর্ষিত হোক অবিরাম,
প্রকৃতির তাবৎ নাম বিদ্যুৎ-আঙ্গিকে ঝলসে উঠুক।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৪
Cotapos says your laughter drops
like a hawk from a stony tower. It's true:
daughter of the sky, you slit the world
and its green leaves, with one bolt of your lightning:
it falls, it thunders: the tongues of the dew,
the waters of a diamond, the light with its bees
leap. And there where a long-bearded silence had lived,
little bombs of light explode, the sun and the stars,
down comes the sky, with its thick-shadowed night,
bells and carnations glow in the full moon,
the saddlemakers' horses gallop.
Because you are small as you are, let it
rip: let the meteor of your laughter
fly: electrify the natural names of things!
L ---`100 Sonnets of Love', by Pablo Neruda
নাকি পাথুরে দুর্গ থেকে চকিত পৃথিবীতে নামে বাজের দৃপ্ত সুষমায়।
আমি কি জানি না সে কথা? আকাশ-কন্যা তুমি,
তুমি মাটি আর পাতার সবুজতা ফালি ফালি করা হৃৎ-বিদ্যুৎ
সে বিদ্যুৎ যখন স্পর্শ করে মাটি, তখন ভোরের শিশির গায় গান,
টলমলিয়ে ওঠে হীরের জৌলুস, আলোর মৌমাছিরা হঠাৎ লাফায়,
আর যেখানে নীরবতা বয়েসী দাঁড়ির মত দীর্ঘকায়,
সেখানেই আচমকা বিস্ফোরিত হয় সূর্য, থালা ভরা চাঁদ
আকাশ নেমে আসে বমাল আঁধার, ভরা জ্যোৎস্নার আভায়
ভাসে দেবপুষ্প, রুপালি ঘন্টাধ্বনি,
সফেদ মদির বন্যতায় দৌঁড়ায় মাহুতের পোষা ঘোড়া।
তুমি যে তোমার মত ছোট এক মহাজাগতিক বিস্ময়,
তাই তোমার উল্কাময় হাসি বর্ষিত হোক অবিরাম,
প্রকৃতির তাবৎ নাম বিদ্যুৎ-আঙ্গিকে ঝলসে উঠুক।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৪
Cotapos says your laughter drops
like a hawk from a stony tower. It's true:
daughter of the sky, you slit the world
and its green leaves, with one bolt of your lightning:
it falls, it thunders: the tongues of the dew,
the waters of a diamond, the light with its bees
leap. And there where a long-bearded silence had lived,
little bombs of light explode, the sun and the stars,
down comes the sky, with its thick-shadowed night,
bells and carnations glow in the full moon,
the saddlemakers' horses gallop.
Because you are small as you are, let it
rip: let the meteor of your laughter
fly: electrify the natural names of things!
L ---`100 Sonnets of Love', by Pablo Neruda
Tuesday, 12 August 2014
(৮২) দয়িতা, রাতের দরজা ভিড়িয়ে
দয়িতা, রাতের দরজা ভিড়িয়ে দিয়ে
আমার সংগে ছায়াময় আঙিনায় এসো,
স্বপ্নের কপাট বন্ধ কোরে, সম্পূর্ণ আকাশ নিয়ে উজাড় হও
আমার ধমনীতে, প্রশস্ত নদীর মত।
নিষ্ঠুর স্বচ্ছ দিন অতীতের ছালায় চালান যাক,
একটি একটি মুহূর্ত নিয়ে, তাকে বিদায় জানাই,
বিদায় ঘড়ির কাঁটা, কমলার সতেজতা;
বিক্ষিপ্ত ছায়াময়্তা, স্বাগত তোমাকে।
এই গহীন জাহাজ, অথবা জলঝর্ণা, অথবা মৃত্যু-মগ্নতা, বা নতুন জীবনে
আমরা আবার এক সংগে ভিড়ি, অঝোর ঘুমাই, পুনর্জন্ম পাই,
আমাদের রক্তের ভেতর রাত্রি সাজায় তার প্রেমের বাসর
আমার ভেতর যে জন্ম-মৃত্যুর রহস্য চলে, চিনিনা তার নাম,
বুঝিনা কারা নিঝুম ঘুমায়, কারা বা জাগে, শুধু জানি,
তোমার সূর্যোদয়ী উপহার আমার সমস্ত বুক ভরে রাখে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৩
~
As we close this nocturnal door, my love,
come with me, through the shadowy places.
Close your dreams, Love, enter my eyes with your skies,
spread out through my blood like a wide river.
Good-bye to the cruel daylight, which dropped
into the gunney-sack of the past, each day of it.
Good-bye to every ray of watches or of oranges.
o shadow, my intermittent friend, welcome!
In this ship, or water, or death, or new life,
we are united again, asleep, resurrected:
we are the night's marriage In the blood.
I don't know who it is who lives or dies, who rests or wakes,
but it is your heart that distributes
all the graces of the daybreak, in my breast
.
-LXXXII, `100 Sonnets of Love', by Pablo Neruda
আমার সংগে ছায়াময় আঙিনায় এসো,
স্বপ্নের কপাট বন্ধ কোরে, সম্পূর্ণ আকাশ নিয়ে উজাড় হও
আমার ধমনীতে, প্রশস্ত নদীর মত।
নিষ্ঠুর স্বচ্ছ দিন অতীতের ছালায় চালান যাক,
একটি একটি মুহূর্ত নিয়ে, তাকে বিদায় জানাই,
বিদায় ঘড়ির কাঁটা, কমলার সতেজতা;
বিক্ষিপ্ত ছায়াময়্তা, স্বাগত তোমাকে।
এই গহীন জাহাজ, অথবা জলঝর্ণা, অথবা মৃত্যু-মগ্নতা, বা নতুন জীবনে
আমরা আবার এক সংগে ভিড়ি, অঝোর ঘুমাই, পুনর্জন্ম পাই,
আমাদের রক্তের ভেতর রাত্রি সাজায় তার প্রেমের বাসর
আমার ভেতর যে জন্ম-মৃত্যুর রহস্য চলে, চিনিনা তার নাম,
বুঝিনা কারা নিঝুম ঘুমায়, কারা বা জাগে, শুধু জানি,
তোমার সূর্যোদয়ী উপহার আমার সমস্ত বুক ভরে রাখে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৩
~
As we close this nocturnal door, my love,
come with me, through the shadowy places.
Close your dreams, Love, enter my eyes with your skies,
spread out through my blood like a wide river.
Good-bye to the cruel daylight, which dropped
into the gunney-sack of the past, each day of it.
Good-bye to every ray of watches or of oranges.
o shadow, my intermittent friend, welcome!
In this ship, or water, or death, or new life,
we are united again, asleep, resurrected:
we are the night's marriage In the blood.
I don't know who it is who lives or dies, who rests or wakes,
but it is your heart that distributes
all the graces of the daybreak, in my breast
.
-LXXXII, `100 Sonnets of Love', by Pablo Neruda
Monday, 11 August 2014
(৩৬) আমাদের দৃপ্ত মৌচাকের
প্রেম, আমাদের দৃপ্ত মৌচাকের, দাওয়ার ব্যস্ত রাণী,
চিতার মত তন্বী, ক্ষিপ্র তুমি। তোমার সংসারে ঝোলে পেঁয়াজের দীর্ঘ স্তবক,
তোমার রাজত্ব মুগ্ধ করে চোখ, অস্ত্রের মত ঝলসায় রজন,
মদের লালচে আভা, সোনালী তেল।
সফেদ রসুন আর কুচকুচে মাটির কোয়া খুলে যায়
তোমার হাতে, আঙুলে জ্বলে শোরার নীলাভতা,
তোমার স্বপ্নেরা পায় বর্ণীল সালাদের রূপ,
জলের একটি পোষা সরীসৃপ তোমার ঝারিতে পাক খেয়ে থাকে।
তোমার নিড়ানি উস্কে দেয় মাটির সৌরভ,
তোমার নির্দেশে ভাসে শুভ্র বুদ্বুদ,
আমার মই আর সিঁড়িতে চলে তোমার চকিত আনাগোনা।
আমার হস্তলিপিও যেন তোমার তুখোড় পরিচালনার
অনুচর। আমার উদার কবিতার খাতা থেকে হারিয়ে যাওয়া তামাম বর্ণমালা
খুঁজে চলে তোমার মুখে সজীবতার স্বাদ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১২
My heart, queen of the beehive and the barnyard,
little leopard of the string and the onions,
I love to watch your miniature empire
sparkle: your weapons of wax and wine and oil,
garlic, and the soil that opens for your hands,
the blue material that ignites in your hands,
the transmigration of dream into salad,
the snake rolled up in the garden hose.
You with your sickle that lifts the perfumes,
you with the bossy soapsuds,
you climbing my crazy ladders and stairs.
You taking charge: even my handwriting, its characteristics,
even the sand grains in my notebooks-finding in those pages
lost syllables that were searching for your mouth.
-----XXXVI from `100 Sonnets of Love' by Pablo Neruda
চিতার মত তন্বী, ক্ষিপ্র তুমি। তোমার সংসারে ঝোলে পেঁয়াজের দীর্ঘ স্তবক,
তোমার রাজত্ব মুগ্ধ করে চোখ, অস্ত্রের মত ঝলসায় রজন,
মদের লালচে আভা, সোনালী তেল।
সফেদ রসুন আর কুচকুচে মাটির কোয়া খুলে যায়
তোমার হাতে, আঙুলে জ্বলে শোরার নীলাভতা,
তোমার স্বপ্নেরা পায় বর্ণীল সালাদের রূপ,
জলের একটি পোষা সরীসৃপ তোমার ঝারিতে পাক খেয়ে থাকে।
তোমার নিড়ানি উস্কে দেয় মাটির সৌরভ,
তোমার নির্দেশে ভাসে শুভ্র বুদ্বুদ,
আমার মই আর সিঁড়িতে চলে তোমার চকিত আনাগোনা।
আমার হস্তলিপিও যেন তোমার তুখোড় পরিচালনার
অনুচর। আমার উদার কবিতার খাতা থেকে হারিয়ে যাওয়া তামাম বর্ণমালা
খুঁজে চলে তোমার মুখে সজীবতার স্বাদ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১২
My heart, queen of the beehive and the barnyard,
little leopard of the string and the onions,
I love to watch your miniature empire
sparkle: your weapons of wax and wine and oil,
garlic, and the soil that opens for your hands,
the blue material that ignites in your hands,
the transmigration of dream into salad,
the snake rolled up in the garden hose.
You with your sickle that lifts the perfumes,
you with the bossy soapsuds,
you climbing my crazy ladders and stairs.
You taking charge: even my handwriting, its characteristics,
even the sand grains in my notebooks-finding in those pages
lost syllables that were searching for your mouth.
-----XXXVI from `100 Sonnets of Love' by Pablo Neruda
Sunday, 10 August 2014
(৯৫) ভালোবেসেছে কে বা আমাদের মত?
ভালোবেসেছে কে বা আমাদের মত?
যে হৃদয় জ্বলতে জ্বলতে হয়ে গেছে ছাই,
আমাদের চুম্বনের ঝরে পড়া শিশির ফোঁটায়
এসো, সতেজ করি তার শূন্যময় ফুল।
যে ভালবাসা গ্রাস করেছে তার নিজস্ব শাঁস
তারপর মাটিতে মিশেছে যার মুখ, জৌলুস,
আমরা তারই রেখে যাওয়া আলোর নির্যাস,
অপরিবর্তনশীল ঝিরঝির শস্য-মঞ্জরী।
হিমেল মুহূর্ত, বসন্ত-স্পন্দন, তুষার ঝরানো শীত, হেমন্তের হাত,
যে করেছে অনুভব, বিস্মৃতির কবরে শুয়ে থাকা সে ভালবাসার
আরো কাছাকাছি আনি, এসো, নহল আপেলের রক্তাভ উজ্জ্বলতা,
আনি টাটকা জখমের গন্ধ সজীবতা -- সেভাবে,
যেভাবে প্রাচীন প্রেম নিঃশব্দে হেঁটে যায়, ছুঁয়ে যায়
মাটিতে অনন্ত মুহূর্ত ধরে ডুবে থাকা মুখ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১১
Whoever loved as we did? Let us hunt
for the ancient cinders of a heart that burned
and make our kisses fall one by one,
till that flower rises again.
Let us love the love that consumed its fruit and went
down, its image and its power, into the earth:
you and I are the light that endures,
its irrevocable delicate thorn.
Bring to that love, entombed by so much cold time,
by snow and spring, by oblivion and autumn,
the light of a new apple, light
of a freshness opened by a new wound,
like that ancient love that passes in silence
through an eternity of buried mouths.
-- XCV, `100 Sonnets of Love' by Pablo Neruda
যে হৃদয় জ্বলতে জ্বলতে হয়ে গেছে ছাই,
আমাদের চুম্বনের ঝরে পড়া শিশির ফোঁটায়
এসো, সতেজ করি তার শূন্যময় ফুল।
যে ভালবাসা গ্রাস করেছে তার নিজস্ব শাঁস
তারপর মাটিতে মিশেছে যার মুখ, জৌলুস,
আমরা তারই রেখে যাওয়া আলোর নির্যাস,
অপরিবর্তনশীল ঝিরঝির শস্য-মঞ্জরী।
হিমেল মুহূর্ত, বসন্ত-স্পন্দন, তুষার ঝরানো শীত, হেমন্তের হাত,
যে করেছে অনুভব, বিস্মৃতির কবরে শুয়ে থাকা সে ভালবাসার
আরো কাছাকাছি আনি, এসো, নহল আপেলের রক্তাভ উজ্জ্বলতা,
আনি টাটকা জখমের গন্ধ সজীবতা -- সেভাবে,
যেভাবে প্রাচীন প্রেম নিঃশব্দে হেঁটে যায়, ছুঁয়ে যায়
মাটিতে অনন্ত মুহূর্ত ধরে ডুবে থাকা মুখ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১১
Whoever loved as we did? Let us hunt
for the ancient cinders of a heart that burned
and make our kisses fall one by one,
till that flower rises again.
Let us love the love that consumed its fruit and went
down, its image and its power, into the earth:
you and I are the light that endures,
its irrevocable delicate thorn.
Bring to that love, entombed by so much cold time,
by snow and spring, by oblivion and autumn,
the light of a new apple, light
of a freshness opened by a new wound,
like that ancient love that passes in silence
through an eternity of buried mouths.
-- XCV, `100 Sonnets of Love' by Pablo Neruda
Saturday, 9 August 2014
(৩২) সকালবেলার বাড়িটা দ্রোহী সত্যের মত
সকালবেলার বাড়িটা দ্রোহী সত্যের মত পড়ে থাকে
কম্বল, পালকের ইতস্তত চিহ্ন নিয়ে,
দিশাহীন হতভাগ্য ডিঙির মতন দোদুল্যমান
শৃংখলার বিন্যাস আর ঘুমের মাঝামাঝি জলরাশিতে।
গেরস্থালির ভাঙা টুকরো, অবশেষ,
পুরনো অনুগত সামগ্রী, হিমেল উত্তরাধিকার,
বই-এর পাতায় মুখ লুকানো কুঁকড়ানো বর্ণমালা,
বোতলের বাসি মদ -- ধরে রাখে গতকালের গন্ধ।
আর তুমি, কিশমিশে সোনালী মৌমাছির দৃপ্ত ব্যস্ততায়,
সুচারু বিন্যাস ফিরিয়ে আনো ঘরে, আঁধার থেকে খুঁজে আনো বিলুপ্ত অঞ্চল,
তোমার সফেদ চাঞ্চল্য দখল করে নেয় আলোর তাবৎ সুক্ষ্মতা।
আর তাই, স্বচ্ছতা আসে,
সব কিছু মেনে নেয় বাতাসের ফুরফুরে নিয়ম
আর শৈল্পিক শৃংখলা পত্তন করে অখণ্ড রুটি, ঘুঘুর উড়ান।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১০
The house this morning-with its truths
scrambled, blankets and feathers, the start of the day
already in flux-drifts like a poor little boat
between its horizons of order and of sleep.
Objects want only to drag themselves along:
vestiges, entropic followers, cold legacies.
Papers hide their shriveled vowels;
the wine in the bottle prefers to continue yesterday.
But you-The One Who Puts Things in Order-you shimmer
through like a bee, probing spaces lost to the darkness:
conquering light, you with your white energy.
So you construct a new clarity here,
and objects obey, following the wind of life:
an Order establishes its bread, its dove.
----------XXXII from `100 Sonnets of Love' by Pablo Neruda
কম্বল, পালকের ইতস্তত চিহ্ন নিয়ে,
দিশাহীন হতভাগ্য ডিঙির মতন দোদুল্যমান
শৃংখলার বিন্যাস আর ঘুমের মাঝামাঝি জলরাশিতে।
গেরস্থালির ভাঙা টুকরো, অবশেষ,
পুরনো অনুগত সামগ্রী, হিমেল উত্তরাধিকার,
বই-এর পাতায় মুখ লুকানো কুঁকড়ানো বর্ণমালা,
বোতলের বাসি মদ -- ধরে রাখে গতকালের গন্ধ।
আর তুমি, কিশমিশে সোনালী মৌমাছির দৃপ্ত ব্যস্ততায়,
সুচারু বিন্যাস ফিরিয়ে আনো ঘরে, আঁধার থেকে খুঁজে আনো বিলুপ্ত অঞ্চল,
তোমার সফেদ চাঞ্চল্য দখল করে নেয় আলোর তাবৎ সুক্ষ্মতা।
আর তাই, স্বচ্ছতা আসে,
সব কিছু মেনে নেয় বাতাসের ফুরফুরে নিয়ম
আর শৈল্পিক শৃংখলা পত্তন করে অখণ্ড রুটি, ঘুঘুর উড়ান।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১০
The house this morning-with its truths
scrambled, blankets and feathers, the start of the day
already in flux-drifts like a poor little boat
between its horizons of order and of sleep.
Objects want only to drag themselves along:
vestiges, entropic followers, cold legacies.
Papers hide their shriveled vowels;
the wine in the bottle prefers to continue yesterday.
But you-The One Who Puts Things in Order-you shimmer
through like a bee, probing spaces lost to the darkness:
conquering light, you with your white energy.
So you construct a new clarity here,
and objects obey, following the wind of life:
an Order establishes its bread, its dove.
----------XXXII from `100 Sonnets of Love' by Pablo Neruda
Wednesday, 6 August 2014
(৩১) আমার অস্থি থেকে তুমি এসেছ
আমার অস্থি থেকে তুমি এসেছ, প্রিয়তমা
মহিষী আমার; তোমার মাথায় পরিয়েছি দখিনা বনের পাতা,
লোতার ঘাস-মুকুট। মাটির বোনা দোপাটি ফুল,
সুগন্ধী সবুজ সম্মান, তোমার প্রাপ্য বলেই।
তোমাকে যে ভালবাসে, সেই পুরুষের মত, তুমিও
আপরিসর বনভূমির সন্তান। যে মাটি এনেছি আমরা দুজন,
তার ঘ্রাণ রক্তে আমাদের । আমরা দুটি দেহাতি মানুষ
নগরে বিভ্রান্ত পথ হাঁটি, পৌঁছনোর আগেই বন্ধ না হয় যেন হাট।
তোমার ছায়ায় খুঁজে পাই লালচে বরই-এর তাতানো সুবাস,
তোমার দৃষ্টি প্রোথিত সেই আদিগন্ত দখিনা মাটিতে,
তোমার স্নেহজ হৃদয় যেন মাটির পারাবত।
শরীর তোমার নদীর জলে ডুবে থাকা পাথরের মত স্নিগ্ধ, নিটোল;
চুমুতে তোমার টুসটুসে ফল, শিশির-ভেজা সজীবতা,
তোমার সঙ্গে থাকা যেন মাটির সাথেই নিবিড় সহবাস।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০৬
------XXXI, `100 Love Sonnets', by Pablo Neruda
মহিষী আমার; তোমার মাথায় পরিয়েছি দখিনা বনের পাতা,
লোতার ঘাস-মুকুট। মাটির বোনা দোপাটি ফুল,
সুগন্ধী সবুজ সম্মান, তোমার প্রাপ্য বলেই।
তোমাকে যে ভালবাসে, সেই পুরুষের মত, তুমিও
আপরিসর বনভূমির সন্তান। যে মাটি এনেছি আমরা দুজন,
তার ঘ্রাণ রক্তে আমাদের । আমরা দুটি দেহাতি মানুষ
নগরে বিভ্রান্ত পথ হাঁটি, পৌঁছনোর আগেই বন্ধ না হয় যেন হাট।
তোমার ছায়ায় খুঁজে পাই লালচে বরই-এর তাতানো সুবাস,
তোমার দৃষ্টি প্রোথিত সেই আদিগন্ত দখিনা মাটিতে,
তোমার স্নেহজ হৃদয় যেন মাটির পারাবত।
শরীর তোমার নদীর জলে ডুবে থাকা পাথরের মত স্নিগ্ধ, নিটোল;
চুমুতে তোমার টুসটুসে ফল, শিশির-ভেজা সজীবতা,
তোমার সঙ্গে থাকা যেন মাটির সাথেই নিবিড় সহবাস।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০৬
------XXXI, `100 Love Sonnets', by Pablo Neruda
Tuesday, 5 August 2014
(৫৩) এই তো এইখানে, পড়ে আছে অখণ্ড রুটি
এই তো এইখানে, পড়ে আছে অখণ্ড রুটি, পানীয়, টেবিল,
বসতবাড়ি, এক পুরুষ, এক নারীর তাবৎ প্রয়োজন, সামগ্রী জীবনের;
শান্তিময়তা ঘূর্ণির মত ঘুরে এইখানে থিতু হয়ে বসেছে এখন,
সাধারণ কোনো আঁচে তৈরী হয়েছে এ বাতির আলো।
তোমার দুটি উড্ডীন হাতের কর্ম-চঞ্চলতায়
তৈরী হয় এ সফেদ ময়ান, সৃষ্টি হয় গান, আহার ব্যঞ্জন,
সংরক্ষিত, তামাম গৃহস্থালি। নৃত্য-পাগল তোমার পা
তুখোড় নর্তকীর মত নেচে চলে ঝাড়ুর সংগেও, অবাক মর্যাদায়।
আমাদের পেছনে উথালপাথাল ঝড়,
হুমকির রাঙা চোখ, বিরুদ্ধ-ফেনারাশি,
মৌচাকের জ্বালাময় বিষ, ডুবো পাহাড়, অতলান্তিক।
আমরা বিশ্রাম পেয়েছি এখন, তোমার রক্ত মিশেছে
আমার ধমনীতে, আমাদের পথ এখন তারাময় নীল রাত,
ঘরে অনন্ত মমতাময়ী ধারা।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০৫
------------------- LIII, `100 Love Sonnets' by Pablo Neruda
বসতবাড়ি, এক পুরুষ, এক নারীর তাবৎ প্রয়োজন, সামগ্রী জীবনের;
শান্তিময়তা ঘূর্ণির মত ঘুরে এইখানে থিতু হয়ে বসেছে এখন,
সাধারণ কোনো আঁচে তৈরী হয়েছে এ বাতির আলো।
তোমার দুটি উড্ডীন হাতের কর্ম-চঞ্চলতায়
তৈরী হয় এ সফেদ ময়ান, সৃষ্টি হয় গান, আহার ব্যঞ্জন,
সংরক্ষিত, তামাম গৃহস্থালি। নৃত্য-পাগল তোমার পা
তুখোড় নর্তকীর মত নেচে চলে ঝাড়ুর সংগেও, অবাক মর্যাদায়।
আমাদের পেছনে উথালপাথাল ঝড়,
হুমকির রাঙা চোখ, বিরুদ্ধ-ফেনারাশি,
মৌচাকের জ্বালাময় বিষ, ডুবো পাহাড়, অতলান্তিক।
আমরা বিশ্রাম পেয়েছি এখন, তোমার রক্ত মিশেছে
আমার ধমনীতে, আমাদের পথ এখন তারাময় নীল রাত,
ঘরে অনন্ত মমতাময়ী ধারা।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০৫
------------------- LIII, `100 Love Sonnets' by Pablo Neruda
Monday, 4 August 2014
(৭৫) এই তো সেই ঘর
এই তো সেই ঘর, সেই সমুদ্র, সেই উড্ডীন পতাকা,
দীঘল দেয়াল ধরে অনেক হেঁটেও খুঁজে পাইনি যার
সিংহ-দুয়ার, শুনতে পাইনি আমাদের
না-থাকার শূন্যতাকে -- যেন ও মৃত।
অবশেষে বাড়িটি তার নৈঃশব্দের পাল্লা খুলে দেয়,
আমরা ভেতরে আসি, এলোমেলো পরিত্যক্ত সামগ্রীর
ওপর পা, মেঝেতে মৃত ইঁদুর, শূন্যময় প্রস্থানের
বিদায়ী চিহ্ন, নলীতে জলের ব্যর্থ কান্না জমে আছে।
বাড়িটা কেঁদেছে দিন-রাত, মাকড়সার জালে জুবুথুবু,
আধখোলা, মর্মাহত, পোড় খাওয়া,
কালশিটে লেগে আছে চোখে ।
আমরা এসেছি জেনে জীবন ফিরে পেয়েছে সে, নিমেষে,
অথচ, আমাদের স্থায়ীত্বের পরও হতচকিত বাড়িটা
পারেনা ঠাওরাতে, কী ভাবে হাসতে হয়, কী ভাবে ফোটাতে হয় ফুল।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০৪
---- LXXV, from `100 Love Sonnets', by Pablo Neruda
দীঘল দেয়াল ধরে অনেক হেঁটেও খুঁজে পাইনি যার
সিংহ-দুয়ার, শুনতে পাইনি আমাদের
না-থাকার শূন্যতাকে -- যেন ও মৃত।
অবশেষে বাড়িটি তার নৈঃশব্দের পাল্লা খুলে দেয়,
আমরা ভেতরে আসি, এলোমেলো পরিত্যক্ত সামগ্রীর
ওপর পা, মেঝেতে মৃত ইঁদুর, শূন্যময় প্রস্থানের
বিদায়ী চিহ্ন, নলীতে জলের ব্যর্থ কান্না জমে আছে।
বাড়িটা কেঁদেছে দিন-রাত, মাকড়সার জালে জুবুথুবু,
আধখোলা, মর্মাহত, পোড় খাওয়া,
কালশিটে লেগে আছে চোখে ।
আমরা এসেছি জেনে জীবন ফিরে পেয়েছে সে, নিমেষে,
অথচ, আমাদের স্থায়ীত্বের পরও হতচকিত বাড়িটা
পারেনা ঠাওরাতে, কী ভাবে হাসতে হয়, কী ভাবে ফোটাতে হয় ফুল।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০৪
---- LXXV, from `100 Love Sonnets', by Pablo Neruda
Saturday, 2 August 2014
(২৪) দয়িতা, দেখো আকাশে মেঘের মিনার
দয়িতা, দেখো আকাশে মেঘের মিনার,
যেন উদ্দাম উল্লাসে ধোপানী কাচে সফেদ কাপড়
নীলচে আভায়, সব কিছু তারা হয়ে জ্বলে,
সমুদ্র, জাহাজ, সব যেন এক নীলাভ দ্বীপান্তর।
সূর্যাস্তের চেরী আর স্বপ্নালু তারার ভীড়ে
এই তো বিশ্বের রক্তিম গোল চাবি,
ঝটপট এর চকিত নীল আঁচ স্পর্শ করি, এসো,
নিমিখে ঝরবে এর পাপড়ি তাবৎ।
থোকা থোকা আঙুরের মত, এত আলো,
বাতাসের অফুরান শূন্যতা, এত অবকাশ,
দারুণ ঝাপটায় বেরিয়ে পড়া ফেনার গহন রহস্য
এত নীল, কখনো আকাশী, কখনো সাগর-গহীন,
এর তল খুঁজে হারায় আমাদের চোখ,
বাতাসের উদ্দামতায়, সমুদ্রের অতল রহস্যে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০২
XXIV, `100 Sonnets of Love', by Pablo Neruda
যেন উদ্দাম উল্লাসে ধোপানী কাচে সফেদ কাপড়
নীলচে আভায়, সব কিছু তারা হয়ে জ্বলে,
সমুদ্র, জাহাজ, সব যেন এক নীলাভ দ্বীপান্তর।
সূর্যাস্তের চেরী আর স্বপ্নালু তারার ভীড়ে
এই তো বিশ্বের রক্তিম গোল চাবি,
ঝটপট এর চকিত নীল আঁচ স্পর্শ করি, এসো,
নিমিখে ঝরবে এর পাপড়ি তাবৎ।
থোকা থোকা আঙুরের মত, এত আলো,
বাতাসের অফুরান শূন্যতা, এত অবকাশ,
দারুণ ঝাপটায় বেরিয়ে পড়া ফেনার গহন রহস্য
এত নীল, কখনো আকাশী, কখনো সাগর-গহীন,
এর তল খুঁজে হারায় আমাদের চোখ,
বাতাসের উদ্দামতায়, সমুদ্রের অতল রহস্যে।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০২
XXIV, `100 Sonnets of Love', by Pablo Neruda
Friday, 1 August 2014
(৪২) সমুদ্রের নোনা ঢেউয়ে ঝলকাতে থাকা
সমুদ্রের নোনা ঢেউয়ে ঝলকায় মুহূর্ত,
হলদে আকরিকের তীব্রতায়, মধুর জৌলুসে,
ঝঞ্ঝার বিক্ষোভ যার পাথুরে বরফি কেলাসকে
ভাঙতে পারেনি এতটুকু
সূর্যালোক, আগুনের শব্দে বেজে ওঠে চড়চড়,
গুনগুন করে মৌমাছির মত,
ব্যস্ত রাখে নিপুণ আঙুল, সবুজ পাতায় ঢেকে নেয় মুখ,
গাছের তামাম উচ্চতায় শিস দেয় ঝিলমিলে, ফিসফিসে রূপকথা।
আগুনের ক্ষুধা আর আঁচ নিয়ে, সামান্য পাতায়,
তৈরী হয় গ্রীষ্মের সতেজ বৈভব, নন্দনকানন,
কারণ মাটি, কষ্টঝরা দুঃখকে মেনে নেয়না কখনও,
সবার জন্য চায় উজ্জ্বল বাতাস, টাটকা আগুন, সুস্বাদু জল আর রুটি,
চায়, সূর্য আর রাত, চাঁদ আর ডালের বিস্তার ছাড়া
কোনো কিছুতেই বিভক্ত না হোক পৃথিবীর তাবৎ মানুষ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০১
XLII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
হলদে আকরিকের তীব্রতায়, মধুর জৌলুসে,
ঝঞ্ঝার বিক্ষোভ যার পাথুরে বরফি কেলাসকে
ভাঙতে পারেনি এতটুকু
সূর্যালোক, আগুনের শব্দে বেজে ওঠে চড়চড়,
গুনগুন করে মৌমাছির মত,
ব্যস্ত রাখে নিপুণ আঙুল, সবুজ পাতায় ঢেকে নেয় মুখ,
গাছের তামাম উচ্চতায় শিস দেয় ঝিলমিলে, ফিসফিসে রূপকথা।
আগুনের ক্ষুধা আর আঁচ নিয়ে, সামান্য পাতায়,
তৈরী হয় গ্রীষ্মের সতেজ বৈভব, নন্দনকানন,
কারণ মাটি, কষ্টঝরা দুঃখকে মেনে নেয়না কখনও,
সবার জন্য চায় উজ্জ্বল বাতাস, টাটকা আগুন, সুস্বাদু জল আর রুটি,
চায়, সূর্য আর রাত, চাঁদ আর ডালের বিস্তার ছাড়া
কোনো কিছুতেই বিভক্ত না হোক পৃথিবীর তাবৎ মানুষ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/০১
XLII, from `100 Sonnets of Love', by Pablo Neruda
Subscribe to:
Posts (Atom)